শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বর্ষসেরা লিভারপুল অধিনায়ক হেন্ডারসন

ক্রীড়া ডেস্ক

বর্ষসেরা লিভারপুল অধিনায়ক হেন্ডারসন

দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা শেষ করে সমর্থকদের লিগ শিরোপা উপহার দিয়েছে লিভারপুল। ১৯৮৯-৯০ মৌসুমের পর এবারই প্রথম ইংলিশ লিগ জয় করেছে অলরেডরা। লিগ জয়ের পর অলরেডদের সফলতার ইতিহাস বুঝি নতুন করে শুরু হতে যাচ্ছে। দলীয় পর্যায়ে শিরোপা নিয়ে উদযাপনের পর এবার ব্যক্তিগত পর্যায়ের ট্রফিও জিততে শুরু করেছেন লিভারপুলের ফুটবলাররা। অলরেডদের নেতা ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

ইংলিশ লিগে খেলা ফুটবলারদের মধ্য থেকে সেরা একজনকে নির্বাচন করেন এ অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ বছর হেন্ডারসন ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ম্যানসিটির কেভিন ডি ব্রুইন, ম্যানইউর মারকুস র‌্যাশফোর্ড এবং লিভারপুলের ফন ডাইক ও স্যাডিও মানে। সবাইকে পেছনে ফেললেন হেন্ডারসন। অবশ্য সেরা নির্বাচিত হওয়ার পর হেন্ডারসন বললেন, ‘আমি এই ট্রফিটা পুরো দলের পক্ষ থেকে গ্রহণ করছি। তাদের ছাড়া আমি এটা গ্রহণ করার উপযুক্ত হতে পারতাম না। তারাই আমাকে ভালো একজন ফুটবলার, একজন নেতা এবং একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।’ চলতি মৌসুমে ৩৭ ম্যাচের মধ্যে ৩১ ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। ড্র করেছে তিনটিতে। হেরেছে কেবল তিনটিতে। আগামীকাল শেষ হচ্ছে ইংলিশ লিগ।

সর্বশেষ খবর