রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

মাঠে ফিরতে পেরেই খুশি মিরাজ

‘অনেক দিন পর মাঠে নামতে পেরে ভালো লেগেছে। বর্তমানে যে ক্রাইসিস চলছে, আশা করি দ্রুত এটা শেষ হয়ে যাবে। ক্রিকেট আবার মাঠে ফিরবে।’

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফিরতে পেরেই খুশি মিরাজ

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে মিরপুরে অনুশীলন করছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম সুহাস। ভিন্ন ভিন্ন সময়ে জিম, রানিং ও ব্যাটিং করছেন এই পাঁচ ক্রিকেটার। গতকাল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে রানিং ও জিম করেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুশীলন করেছেন বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। টাইগারদের দুই তরুণ ক্রিকেটার গতকাল ভিডিও বার্তায় জানিয়েছেন, দীর্ঘদিন পর মাঠে নেমে অনুশীলন করে ভালো লেগেছে তাদের। আশা করছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং দ্রুত মাঠে ফিরবে খেলা।

১৭ মার্চের পর সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে বাংলাদেশে। ১৮ মার্চের পর থেকে ঘরবন্দী ছিলেন ক্রিকেটাররা। তবে ইংল্যান্ডে ক্রিকেট ফেরায় ১১ টাইগার ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলনের অনুমতি নেয় বিসিবি থেকে। ক্রিকেট বোর্ড অনুমতি দেওয়ার পাশাপাশি শিডিউল তৈরি করে দেয়। ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনুশীলন করছেন। খুলনায় মেহেদী মিরাজ ছাড়াও অনুশীলন করবেন নুরুল হাসান সোহান। রাজশাহীতে নাজমুল শান্ত, সিলেটে নাসুম আহমেদ ও সৈয়দ খালিদ এবং চট্টগ্রামে নাঈম হাসান। গতকাল খুলনায় জিম ও রানিং করেন ২২ টেস্টে ৬৩৮ রান ও ৯০ উইকেট, ৪১ ওয়ানডেতে ৩৯৩ রান, ৪০ উইকেট এবং ১৩ টি-২০তে ৯৪ রান ও ৪ উইকেট নেওয়া মেহেদী মিরাজ।

ঘাম ঝরানোর পর ডানহাতি অফ স্পিনার কাম ব্যাটসম্যান মিরাজ ভিডিও বার্তায় বলেন, ‘অনেক দিন পর মাঠে নামতে পেরে ভালো লেগেছে। বর্তমানে যে ক্রাইসিস চলছে, আশা করি দ্রুত এটা শেষ হয়ে যাবে। ক্রিকেট আবার মাঠে ফিরবে। বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছি। গত তিন মাস ঘরেই কাটিয়েছি। কিছুই করতে পারিনি। এখন সুযোগ পেয়েছি, সেটাকে কাজে লাগাতে রানিং ও জিম করে নিজেকে প্রস্তুত করতে চাইছি।’

সর্বশেষ খবর