রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

টুকিটাকি

বাফুফের নির্বাচন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। কেউ কেউ আবার শঙ্কা প্রকাশ করছেন করোনার দোহাই দিয়ে বর্তমান কমিটি মেয়াদ দীর্ঘমেয়াদি করতে চাচ্ছে। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, আমরা তো নির্বাচন করতেই চেয়েছিলাম। ফিফার নির্দেশনায় তা স্থগিত করেছি। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। এ নিয়ে কোরবানি ঈদের পর নির্বাহী কমিটির সভা হবে।’

 

পয়েন্ট হারাল আটলান্টা

ইতালিয়ান সিরি এ লিগে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা আটলান্টা গত শুক্রবার ১-১ গোলে ড্র করেছে এসি মিলানের সঙ্গে। এতে চ্যাম্পিয়ন হওয়ার পথ আরও সহজ হলো জুভেন্টাসের সামনে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আটলান্টা। এখন ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন  ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

 

করোনায় আক্রান্ত জাভি

করোনায় আক্রান্ত হয়েছে স্পেনের  সাবেক ফুটবল তারকা জাভি। তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘অফিশিয়াল প্রতিযোগিতায় ফিরতে দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় টেকনিক্যাল স্টাফ প্রধান হিসেবে কাজ করবেন ডেভিড প্রাটস। কিছুদিন আগে ক্লাবের নিয়ম মেনে পরীক্ষা করেছি। পজিটিভ হয়েছি আমি।’ তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন জাভি।

 

বিশ্বসেরা ভার্ডি!

জেমি ভার্ডি। লিস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (২৩ গোল)। ২০১৫-১৬ মৌসুমে লিস্টার সিটির জার্সিতে ইংলিশ লিগ জয়ী। দুর্দান্ত এক স্ট্রাইকার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলে খুব একটা সুযোগ পাননি। ২২ ম্যাচ খেলে ৭টা গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর