সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ!

প্রাণঘাতী করোনাভাইরাস থমকে দিয়েছে গোটা বিশ্ব। বিপর্যস্ত করেছে জনজীবন। বন্ধ করে দিয়েছিল খেলাধুলা। কভিড-১৯ ভয়াবহতা এখন আগের চেয়ে সামান্য কমেছে বলে স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করছে বিশ্ববাসী। গতকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ। এরই মধ্যে করোনাভীতিকে পাশ কাটিয়ে ফুটবল ফিরেছে মাঠে। ক্রিকেটও ফিরেছে। টেস্ট খেলছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট খেলার অপেক্ষায় পাকিস্তান। অনুশীলনে ফিরেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠে গড়ানোর অপেক্ষা আইপিএল ও বিগ ব্যাশের। বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার। পরিবেশ, পরিস্থিতি অনুকূলে থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকলে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।’ তবে বিসিবির ভিতরকার খবর, শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়ে আছে। লন্ডন থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ফিরলেই অনুষ্ঠানিকভাবে সফরের চূড়ান্ত ঘোষণা দিবে ক্রিকেট বোর্ড।

করোনায় বাংলাদেশের স্থগিত হয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পিছিয়ে গেছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ। তবে দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে বিসিবি সাহস করছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। দক্ষিণ এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থা এখন সবচেয়ে ভালো। আক্রান্ত রোগীর ২ হাজার ৭৭২ জন এবং মৃতের সংখ্যা মাত্র ১১।’ টাইগাররা ১৭ মার্চের পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছে না। তাই ‘দ্বীপরাস্ট্র’ তিন টেস্ট খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।

সর্বশেষ খবর