সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ব্রডের বিধ্বংসী বোলিংয়ে চালকের আসনে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ব্রডের বিধ্বংসী বোলিংয়ে চালকের আসনে ইংল্যান্ড

সাউদাম্পটন টেস্টে সুযোগ পাননি। খেলতে না পারায় উচ্চকিত হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যানচেস্টারে সুযোগ পান। প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে ভুল করেননি। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে সিরিজে ফেরাতে সহায়ক ভূমিকা পালন করেন। ম্যানচেস্টার সিরিজের তৃতীয় টেস্টে বিধ্বংসী মেজাজে ব্যাটিংয়ের পর বোলিংও করেন। ব্যাট হাতে ৬২ রান করেন। বল হাতে একাই গুঁড়িয়ে দেন ক্যারিবীয়দের প্রথম ইনিংস। স্বাগতিক ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ প্রথম ইনিংসে ১৯৭। ব্রড ১৪ ওভারের স্পেলে ৩১ রানের খরচে নেন ৬ উইকেট। ১৪০ টেস্ট ক্যারিয়ারে ১৮ বারের মতো ৫ বা ততোধিক উইকেট নেন ব্রড। তার উইকেট সংখ্যা এখন ৪৯৭। আর ৩ উইকেট পেলেই টেস্ট ক্রিকেট ইতিহাসে সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের বিরল ক্লাবের সদস্য হবেন। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে মুত্তিয়া মুরলিধরন। ইংলিশদের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট জেমস অ্যান্ডারসনের, ৫৮৯টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭২ রানে এগিয়ে থাকা ইংল্যান্ডের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ১  উইকেটে ১৪২। এগিয়ে রয়েছে ৩১৪ রানে।        

সর্বশেষ খবর