মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে উচ্ছ্বসিত এনামুল

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে উচ্ছ্বসিত এনামুল

এনামুল হক বিজয়

ক্রিকেটারদের বিশেষ অনুরোধে ৮ দিনের অনুশীলন সূচি ঠিক করে দিয়েছিল বিসিবি। সেই সূচি মেনে মুশফিকুর রহিম, ইমরুল কায়েশ, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম সুহাশ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, নাসুম আহমেদ, সৈয়দ খালিদ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও নাঈম ইসলামরা স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন সময়ে অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। পূর্বের সূচি অনুযায়ী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শেষ হয়েছে রবিবার। কিন্তু ক্রিকেটাররা নতুন করে অনুরোধ করায় বিসিবি আরও দুদিন অনুশীলনের সময় বাড়িয়েছে। গতকাল ছিল নতুন সূচির প্রথম দিন এবং প্রথমবারের মতো অনুশীলন করেন ওপেনার এনামুল হক বিজয়। মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে উচ্ছ্বসিত এনামুল ধন্যবাদ জানান বিসিবিকে এমন একটি আয়োজনের জন্য। শুধু তাই নয়, ঈদের পরও একই রকম অনুশীলনের সুযোগ সুবিধা চলমান থাকবে বলে বিশ্বাস করেন ৪ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৩ টি-২০ খেলা এনামুল হক বিজয়। গতকাল এনামুল হক বিজয় অনুশীলন করেন একা। আজ অনুশীলন করবেন মুশফিক, ইমরুল ও মিথুন।

ক্রিকেটাররা সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন ১৭ মার্চ।

সর্বশেষ খবর