মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে সুপার লিগ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে এক সময় স্বাগতিক দেশ ও বর্তমান চ্যাম্পিয়নরা সরাসরি খেলত। এখন পরিবর্তন হয়েছে নিয়মের। শুধুমাত্র স্বাগতিকরা সরাসরি খেলার যোগ্যতা পাচ্ছে। বাকিদের বাছাইপর্ব খেলে আসতে হচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটেও এখন নিয়মের পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপ হবে ১০ দলের। স্বাগতিক ভারত ছাড়া ৭ দল আসবে ওয়ানডে সুপার লিগ খেলে। সুপার লিগের সাত দল ছাড়া বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। দুটি দল নির্ধারিত হবে সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানির বাকি ৫ দল ও সহযোগী ৫ দলের বাছাইপর্ব থেকে। ১২টি টেস্ট খেলুড়ে দেশ ও ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে নিয়ে সুপার লিগ আয়োজন করছে আইসিসি। মে মাসে শুরুর কথা ছিল ওয়ানডে সুপার লিগ। কিন্তু করোনাভাইরাসের জন্য সেটা সম্ভব হয়নি। গত পরশু আইসিসি জানিয়েছে, ৩০ জুলাই, বৃহস্পতিবার  ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ওয়ানডে সুপার লিগ। সুপার লিগে প্রতি জয়ের জন্য পয়েন্ট ১০ পাবে জয়ী দল। টাই অথবা পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে ৫ করে পাবে। সুপার লিগ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক ইউয়ান মরগান বলেন, ‘আমরা খেলার জন্য মুখিয়ে আছি। আইসিসি সুপার লিগ খেলতে আমরা তৈরি।’

আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি বলেন, ‘বিশ্বচাম্পিয়নদের বিপক্ষে খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে।

সর্বশেষ খবর