বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্কিল নিয়ে চিন্তিত ছিলেন সোহান

ক্রীড়া প্রতিবেদক

স্কিল নিয়ে চিন্তিত ছিলেন সোহান

শেষ হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। স্বাস্থ্যবিধি মেনে মুশফিকুর রহিম, ইমরুল কায়েশ, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম সুহাশ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ, নাজমুল হোসেন শান্তরা ১০ দিন অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। এখন ঈদের ছুটি। বিসিবি চাইছে ঈদের পর দলগত অনুশীলন শুরু করতে। অক্টোবরে তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরের কথা বাংলাদেশের। সেজন্যই দলগত অনুশীলন শুরুর পরিকল্পনা করেছে বিসিবি। মঙ্গলবার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের শেষ দিনে খুলনায় অনুশীলন করেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চার মাস পর মাঠে অনুশীলনের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন সোহান, ‘বিসিবিকে ধন্যবাদ জানাই আমাদের অনুশীলনের সুযোগ সৃষ্টি করে দেওয়ায়। বর্তমান পরিস্থিতিতে অনুশীলনের ব্যবস্থা করা অবশ্যই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় এটা আমাদের অনেক সাহস জুগিয়েছে। চার মাস ঘরে থেকে আমরা হতাশ ছিলাম। চিন্তিত ছিলাম নিজেদের ফিটনেস ও স্কিল নিয়ে। তবে এই অনুশীলনের পর আমরা আশাবাদী মাঠে ফেরার।’

সর্বশেষ খবর