শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফিটনেস ধরে রাখাই চ্যালেঞ্জ

-মৌসুমী

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেস ধরে রাখাই চ্যালেঞ্জ

পেশাদার লিগ মাঠে গড়িয়েও বাতিল হয়ে গেছে। কষ্ট পেলেও মামুনুলরা নিশ্চিত হয়েছেন লিগ আর মাঠে গড়াবে না। মহিলা ফুটবলাররা কী করবেন? প্রথম পর্বে শেষের দিকে এসেও তাদের লিগ স্থগিত রয়েছে। হবে কি হবে না, এ নিয়ে কেন জানি বাফুফে নীরব ভূমিকা পালন করছে। মাঠে খেলা নেই, মহিলা ফুটবলাররা চলে গেছেন যার যার জেলায়। বাড়িতে থাকলেও ফিটনেস ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সব সময় নারী ফুটবলাররা কোচ গোলাম রব্বানী ছোটেন ও তার স্টাফদের নির্দেশনার মধ্যে রয়েছেন।

মিশরাত জাহান মৌসুমী লিগে খেলেছেন বসুন্ধরা কিংসে। নিশ্চিত শিরোপার পথে এগিয়ে যাচ্ছিল তার দল। লিগ বন্ধ থাকায় আফসোস করছেন। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় তিনি জানান, ‘এখনো ভালো ও সুস্থ রয়েছি। তবে মাঠে ফিরতে মন অস্থির হয়ে আছে। কোচের নির্দেশ মেনেই চলছি। কিন্তু বাড়িতে ফিটনেস ধরে রাখাটা কঠিন, কারণ এখানে ব্যায়াম করার পর্যাপ্ত জায়গা নেই। কোনো জিম সরঞ্জামও নেই। ডায়নামিক স্ট্রেচিং কোর এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছি।’

 

সর্বশেষ খবর