শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

জামাল আসছেন কি

‘করোনাকালে বিদেশে যাওয়া-আসা নিয়ে একটু-আধটু সমস্যা তো হচ্ছে। তার মানে এই নয় যে জামাল আসতেই পারবেন না। ২/৩ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে তার ফ্লাইটের শিডিউল।’

ক্রীড়া প্রতিবেদক

জামাল আসছেন কি

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগ শুরু ৮ অক্টোবর। এদিন সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ লড়বে আফগাস্তিানের বিপক্ষে। ১৩ অক্টোবর দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে সিলেটেই বাংলাদেশ আবার লড়বে। বাফুফে ইতিমধ্যে ৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। ৭ আগস্ট গাজীপুরে ক্যাম্প শুরু হবে। এর আগে নিজ উদ্যোগে খেলোয়াড়দের করোনা টেস্ট করাতে হবে। যদি কারও পজিটিভ ধরা পড়ে ক্যাম্পে আসার সুযোগ হারাবেন। হেডকোচ জেমি ডে আগস্টের দ্বিতীয় সপ্তাহে আসবেন। তিনি না আসা পর্যন্ত ট্রেনার খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণ করবেন। অনুশীলন দেখেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে।

বাফুফে নির্দিষ্ট তারিখ বলতে না পারলেও তারা নিশ্চিত জেমি ডে আগস্টেই আসবেন। তবে দলের অপরিহার্য ফুটবলার জামাল ভূঁইয়া কবে আসবেন তা নিশ্চিত নয়। করোনাভাইরাসে পেশাদার লিগ বন্ধ থাকার পর জামাল কিছুদিন ঢাকাতেই অবস্থান করছিলেন। পরে ডেনমার্কে চলে যান। ২০১৩ সালে জামাল ডেনমার্কের প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে সুযোগ পান। তার পরিবারের অধিকাংশ সদস্য ডেনমার্কে থাকেন বলে সেখানেই ছুটি কাটাতে যান। তার সঙ্গে বাফুফে ও জেমি ডের সার্বক্ষণিক যোগাযোগ থাকলেও তার ঢাকা ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘জামাল দ্বিতীয় লেগে অবশ্যই খেলবেন। তবে ক্যাম্পে শুরুতে যোগ দিতে পারবেন কিনা সংশয় রয়েছে। ডেনমার্ক থেকে ঢাকায় আসতে তাকে বিভিন্ন ফ্লাইট পরিবর্তন করতে হবে। সরাসরি ঢাকায় এলে কোনো সমস্যা হতো না। জামাল ভালোমতোই জানেন আমাদের ক্যাম্প কবে শুরু হচ্ছে। তার সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ফ্লাইট সুবিধা দেখেই রওনা দেবেন। হয়তো এসব জটিলতায় শুরুতে জামালকে না-ও দেখা যেতে পারে। তবে আগস্টের মধ্যেই আসবেন তা নিশ্চিত করে বলতে পারি।’

জামাল ২০১৮ সাল থেকেই জাতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপ দ্বিতীয় লেগে তিনিই নেতৃত্বে থাকবেন তা বাফুফে ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করেছেন।

এখন অধিনায়কেরই মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘করোনাকালে বিদেশে যাওয়া-আসা নিয়ে একটু-আধটু সমস্যা তো হচ্ছে। তার মানে এই নয় যে জামাল আসতেই পারবেন না। ২/৩ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে তার ফ্লাইটের শিডিউল।’

জামালের ঢাকা আসা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। কেউ কেউ লিখছেন বাংলাদেশের করোনাভাইরাসের ভয়াবহতা দেখে জামালের পরিবার-পরিজন চাচ্ছেন না তিনি ঢাকায় যাক। আবার কেউ কেউ লিখছেন, জামাল বড় অঙ্কের অফারে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে যাচ্ছেন। তার আগে মাঠে নেমে তিনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। আসলে সামাজিক যোগাযোগের এসব গুঞ্জনই জামাল ভক্তদের সংশয় হচ্ছে তাদের প্রিয় তারকাকে বিশ্বকাপ বাছাইপর্বে দেখা যাবে কি-না?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর