শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফিফার ১৩ কোটি টাকা অনুদান বাফুফেকে

ক্রীড়া প্রতিবেদক

ফিফার ১৩ কোটি টাকা অনুদান বাফুফেকে

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা আগেই ঘোষণা দিয়েছিল করোনাভাইরাসে ফুটবলে বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই তারা রিলিফ ফান্ডের আওতায় বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা করবে। সেই অনুদান অনুমোদন দিয়েছে ফিফা। তাদের সদস্যভুক্ত ২১১টি দেশকে ১৫০ কোটি ডলার দেবে। সে ক্ষেত্রে বাংলাদেশের ১৫ লাখ ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কয়েক দিনের মধ্যে এ অর্থ পেতে উদ্যোগ নেবে বাফুফে।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার অনুদান। প্রতিটি ফেডারেশনের জন্য ১০ লাখ ও মেয়েদের ফুটবলের জন্য আলাদা করে সর্বোচ্চ ৫ লাখ ডলার করে দেবে ফিফা। দুটি খাত থেকে অর্থ সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করবে বাফুফে। ১ মিলিয়ন ডলার প্রথম কিস্তিতে প্রতিটি দেশকে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা নিয়ম নীতি মেনে খরচ করা হয়েছে কি না তা যাচাই করে দ্বিতীয় কিস্তির টাকা দেবে। কি ভাবে অর্থ পাওয়ার যাবে তাও জানিয়ে দিয়েছে ফিফা। সোহাগ জানান ফিফার এ অর্থ ক্লাব, সাবেক ও বর্তমান দুস্থ ফুটবলার সংগঠক ফুটবল সংশ্লিষ্ট সবাইকে দেওয়ার চিন্তা রয়েছে বাফুফের।

সর্বশেষ খবর