শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই জুভেন্টাসের হার

চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের ফিরতি ম্যাচ অলিম্পিক লিও’র বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল জুভরা। তাই চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে ফিরতি ম্যাচে জিততেই হবে দলটিকে

ক্রীড়া ডেস্ক

করোনার পর সিরি-এ শুরু হলেও ছন্দ ফিরে পায়নি জুভেন্টাস। যদিও টানা নবম শিরোপা জিততে কঠিন কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি মাওরিসিও সাররির দলকে। আগের ম্যাচে সাম্পাদোরিয়াকে হারিয়ে শিরোপা উৎসব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিবালারা। করোনা সময়কালীন লিগ শুরুর পর জুভেন্টাস পরশু রাতে সপ্তম ম্যাচে তৃতীয় হারের তিক্ত স্বাদ নিয়েছে। সাররির দল ২-০ গোলে হেরেছে ক্যাগলিয়ারির কাছে। গত সাত ম্যাচে তৃতীয় হার এবং সব মিলিয়ে ৩৭ ম্যাচে ষষ্ঠ হার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ রোমা। ৩৭ ম্যাচে এখন পর্যন্ত জুভেন্টাসের পয়েন্ট ৩৭ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রয়ে ৮৩। দুইয়ে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭৯, তিনে আটলান্টা ৭৮ এবং চারে ল্যাৎসিওর পয়েন্ট ৭৮। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে সিরি-এ -এর এই চার দল।

প্রতিপক্ষের মাঠে হার এড়াতে জোর লড়াই করেছে জুভেন্টাস। কিন্তু ক্যাগলিয়ারির দুরন্ত ফুটবলের সঙ্গে পেড়ে উঠেনি। প্রথমার্ধেই দুই গোল খেয়ে হার নিশ্চিত করে নেয়। ম্যাচের প্রথম গোলটি হয় জুভেন্টাসের ভুলে। ৮ মিনিটে বল ক্লিয়ার করতে পারেনি জুভের রক্ষণভাগ। বল পেয়ে যান স্বাগতিক স্ট্রাইকার লুকা গ্যাগলিয়ানো। কোনো ভুল করেননি তিনি। ঠান্ডা মাথায় ব্যবধান ১-০ করেন। প্রথমার্ধেও যোগ করার সময়ে ব্যবধান ২-০ করে জয় নিশ্চিত করে নেয় ক্যাগলিয়ারি। এবার স্বাগতিক দলটির

পক্ষে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভান্নি সিমিওনে। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস চেষ্টা করে ম্যাচে ফিরতে। কিন্তু গোলের দেখা পায়নি।

 শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ে মাওরিসিওি সাররির শিষ্যরা। এই হারে কোনো সমস্যা হয়নি শিরোপা উৎসবে। কিন্তু আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের আগে মানসিকভাবে একটা বড় ধাক্কাই খেল জুভরা। দলের অনেক ফুটবলারই এখন ইনজুরিতে ভুগছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ঠাসা সূচি বলে চিন্তিত কোচ লিগের শেষ ম্যাচে রোমার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ দলকে নামানোর পরিকল্পনা করেছেন, ‘সমস্যা হচ্ছে আমরাই একমাত্র দল, আগামী ১২ দিনে যাদের পাঁচটি ম্যাচ খেলতে হবে। এজন্য শেষ ম্যাচে

অনূর্ধ্ব-২৩ দলকে মাঠে নামানো যায় কিনা, যাতে সবাই কিছুটা বিশ্রাম পায়।’ 

সর্বশেষ খবর