শিরোনাম
বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রস্তুতিতে নামার আগে করোনা টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতিতে নামার আগে করোনা টেস্ট

অক্টোবর থেকে বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় লেগে মাঠে নামছে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩৬ জন ফুটবলারকে নিয়ে গাজীপুর রিসোর্টে ক্যাম্প শুরু হবে। তার আগে সবাইকে করোনা টেস্ট করতে হবে। যদি কারোর পজিটিভ ধরা পড়ে তাহলে দুই সপ্তাহ আইসোলোশনে থাকতে হবে। তিনি ক্যাম্পে ফিরতে পারবেন তবে ফল নেগেটিভ হতে হবে। ১২ জন করে আজ থেকে ক্যাম্পে ওঠার কথা। অবশ্য সবাইকে ক্যাম্পে দেখা যাবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক ও নতুন করে ডাক পাওয়া প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজী ফিনল্যান্ডে অবস্থান করছেন। হেড কোচ জেমি ডেই জানিয়েছেন ফ্লাইট জটিলতার কারণে দুজনার আসতে সময় লাগবে।

এদিকে নিয়ম আছে কোনো ক্লাবের একই সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলে তারা ম্যাচের ৭২ ঘণ্টার পর জাতীয় দলে খেলোয়াড় পাঠাবে।

সর্বশেষ খবর