শিরোনাম
শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ন্যু ক্যাম্পে বার্সার সামনে নেপোলি

ক্রীড়া ডেস্ক

ন্যু ক্যাম্পে বার্সার সামনে নেপোলি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন লড়াইয়ে নামছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে কাপে ব্যর্থ হওয়ার পর বার্সেলোনার সামনে কেবল চ্যাম্পিয়ন্স লিগই আছে জয় করার মতো। কিন্তু এখানেও কঠিন বাধা অপেক্ষা করছে তাদের সামনে। শেষ ষোলর দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেরোনা-নেপোলি। ইতালিয়ান ক্লাব নেপোলির সঙ্গে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। আজ গোলশূন্য ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে মেসিদের।

বার্সেলোনার লড়াইটা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। শেষ ষোলর বাধা পাড়ি দিলেও কোয়ার্টার ফাইনালে কঠিন বাধা অপেক্ষা করছে। দেখা হতে পারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। আজ ড্র করলেই নিশ্চিন্তে শেষ আটে খেলবে ব্যাভারিয়ানরা। চেলসিকে কোয়ার্টার ফাইনাল খেলতে হলে অন্তত ৪-০ গোলে জিততে হবে। এ হিসেবে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ লড়াই দেখতে পারেন ফুটবল সমর্থকরা। অবশ্য তার আগে বার্সেলোনাকে নেপোলি বাধা অতিক্রম করতে হবে। বার্সেলোনার বর্তমান অবস্থাটা বেশ ভালোই বুঝতে পারছেন লিওনেল মেসি। তিনি বলেছেন, ‘ভক্তরা ধৈর্যহারা হয়ে যাচ্ছেন। কারণ, আমরা কোনো কিছুই জয় করতে পারিনি এ মৌসুমে।’

বার্সেলোনার স্প্যানিশ তারকা সার্জিও বাসকুয়েটস নেপোলি ম্যাচ সামনে রেখে বলেছেন, ‘আমরা ফিরতি লেগে খেলতে নামছি। আগের লেগে ১-১ ড্র করেছি প্রতিপক্ষের মাঠে। তবে এবার জয়ের জন্যই খেলতে নামব। ম্যাচটা খেলব নিজেদের ফুটবল দর্শন নিয়েই।’ ক্লাবের সব সমস্যা দূরে সরিয়ে আপাতত চ্যাম্পিয়ন্স লিগেই মনোযোগ দিচ্ছেন মেসিরা। বাসকুয়েটস বলেছেন, ‘এ সপ্তাহে আমাদের ট্রেনিংটা খুব কাজে দেবে। আমরা কোয়ার্টার ফাইনালে খেলতে চাই। তবে জানি, প্রতিপক্ষ খুব কঠিন। তাদের অনেক দারুণ ফুটবলার রয়েছে।’

এদিকে নেপোলিকে ফেবারিট না বললেও বার্সেলোনার কাজটা কঠিন বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বার্সেলোনা ও নেপোলি দুই দলেই খেলেছেন তিনি। সাবেক দুই ক্লাবের ম্যাচ নিয়ে ম্যারাডোনা মিডিয়াকে বলেন, ‘বার্সেলোনার দারুণ একটা দল আছে। তা ছাড়া অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করায় তারা এগিয়ে আছে। তবে কিকে সেতিয়েনের দলটা এখন মানসিকভাবে ভালো অবস্থায় নেই। এ কারণেই নেপোলি ফেবারিট না হলেও তারা বার্সেলোনাকে বিদায় করে দিতে পারে বলে আমার মনে হয়।’ নেপোলির কোচ গাত্তুসোও ইতিহাস গড়ার কথা বলছেন।

 

সর্বশেষ খবর