শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মার্কিন মুলুকে চীনা নারী গলফারের স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

মার্কিন মুলুকে চীনা নারী গলফারের স্বপ্ন

জি উ লিন-চীনের তারকা নারী গলফার। ২৬ বছর বয়সী এই তরুণী ২০১১ সালে পেশাদার গলফার হিসেবে নাম লিখিয়েছেন। বিশ্বের নারী গলফের সবচেয়ে টুর্নামেন্ট এলপিজিএ ট্যুরে খেলছেন ২০১৪ সাল থেকে। পেশাদার গলফে মোট ৮টি চ্যাম্পিয়শিপের মুকুট মাথায় পরলেও এখনো এলপিজিএ ট্যুরে কোনো শিরোপা জিততে পারেননি। এই চীনা নারী গলফারের স্বপ্ন আমেরিকার মাটিতেই তিনি পরতে চান এলপিজিএ-র শিরোপা। সেই স্বপ্ন বুকে নিয়েই এই করোনার মাঝেও আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি। অংশ নিচ্ছেন ওয়াইহোতে অনুষ্ঠিত ম্যারাথন এলপিজিএ ক্ল্যাসিকে। প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলে ১৭তম হয়েছেন। এখনো শিরোপার স্বপ্ন দেখছেন। লিনের বিশ্বাস, পারের তিন রাউন্ডে ক্যারিশম্যাটিক কিছু করতে পারবেন তিনি। গলফে অবশ্য কখন কি হয় বলা কঠিন! তবে প্রথম রাউন্ডে ‘৭ আন্ডার পার’ খেলে শীর্ষে ড্যানিয়েল ক্যাঙ। এই মার্কিন গলফার কয়েক দিন আগেই জিতেছেন করোনার জন্য দীর্ঘ বিরতির অনুষ্ঠিত মেয়েদের প্রথম টুর্নামেন্টের শিরোপা।

সর্বশেষ খবর