শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল সৌম্যরা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তারপরও খেলাধুলা মাঠে গড়িয়েছে। শেষ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লিগ। মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা কাপ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বাংলাদেশেও। কবে পরিস্থিতি পুরো স্বাভাবিক হবে, নিশ্চিত করে বলতে পারছে না কেউ। বিরূপ পরিস্থিতির পরও মাঠে ফিরেছে ক্রিকেট। ফিরছে ফুটবলসহ অপরাপর খেলাগুলো। ঈদের আগে ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা। ক্রিকেটারদের নজরে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা।

ঈদের ছুটির পর আজ ফের অনুশীলন শুরু হচ্ছে ক্রিকেটারদের।

নতুন করে যোগ দিচ্ছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আল আমিন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইরফান শুক্কুর, মেহেদি হাসান ও সাঞ্জামুল ইসলাম। ঈদের আগে সূচি ছিল ৮ দিনের।

এখন নতুন সূচিতে ক্রিকেটাররা অনুশীলন করবেন ৬ দিন।

সর্বশেষ খবর