রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘ভালো প্রস্তুতি নিয়েই টেস্টে ফিরব’

ক্রীড়া প্রতিবেদক

‘ভালো প্রস্তুতি নিয়েই টেস্টে ফিরব’

মুমিনুল হক

করোনাভাইরাসের জন্য ঘরবন্দী থাকার পর টেস্ট অধিনায়ক মুমিনুল গতকাল চার মাস পর মাঠে ফিরেছেন। মাঠে ফিরতে পেরে ভালো লাগছে বলেন মুমিনুল, ‘অনেকদিন পর ক্রিকেটে ফিরেছি। খুব ভালো লাগছে। আশা করছি মানিয়ে নিতে হয়তো ৪/৫দিন লাগবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। ভালো খবর আমরা অনুশীলন শুরু করতে পেরেছি।’

স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করছেন ক্রিকেটাররা। মাঠে নামার আগে ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি মানসিকভাবে নিজেদের প্রস্তুত করেছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, তিনি মাঠের বাইরে থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন, ‘এই চার মাস কোনো কাজ ছিল না। তাই ক্রিকেট নিয়ে অনেক চিন্তা-ভাবনা করার সুযোগ পেয়েছি। এ সময়ে কেউ ফিটনেস নিয়ে, কেউ মানসিক দিক নিয়ে কাজ করেছেন। অনেকে আবার কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল বিষয়ে কাজ করেছেন যাতে স্কিলের উন্নতি করা যায়। আমিও মাঠের বাইরে থেকে নিজের উন্নতির জন্য কাজ করেছি।’

দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায় মুমিনুলরা। টাইগার টেস্ট অধিনায়ক বিশ্বাস করেন আন্তর্জাতিক অঙ্গনে প্রস্তুত হয়ে যাবেন, ‘আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব, আমার মনে হয়, আমরা যথেষ্ট প্রস্তুতির সময় পাব। ভালো প্রস্তুতি নিয়েই আমরা টেস্ট ক্রিকেট ফিরব।’

সর্বশেষ খবর