সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মাঠে ফিরতে মরিয়া সাব্বির

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফিরতে মরিয়া সাব্বির

সাব্বির রহমান

করোনাভাইরাসের জন্য চার মাস পুরোপুরি ঘরবন্দী ছিলেন সাব্বির রহমান। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ঘুচিয়েছেন বাসায় বসে ফিটনেস ট্রেনিং করে। বাড়ির সামনে রানিং করেছেন। জিম করেছেন বাড়ির ছাদে। ঘরবন্দী হয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠা সাব্বির অবশেষে মাঠে ফিরেছেন। ঈদের পর শনিবার শুরু দ্বিতীয় ধাপের অনুশীলনে নেমে স্বস্তিবোধ করেছেন ডান হাতি ব্যাটসম্যান। জানিয়েছেন, ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছেন।

প্রথম দফার অনুশীলনে সাব্বির ছিলেন না। দ্বিতীয় দফায় তার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, আফিফ হোসেনসহ ১৭ ক্রিকেটার। গতকাল প্রচ- গরমে অনুশীলন করেছেন সাব্বির ছাড়াও মুশফিক, মাহামুদুল্লাহ, ইমরুল কায়েশ, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুবরা। অনুশীলন শেষে সাব্বির বলেন, ‘অনেকদিন ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বন্ধ। কবে খেলা শুরু হবে সেদিকে তাকিয়ে আছি আমরা। অনেকদিন পার হওয়ায় এবং খেলা না হওয়ায় যদিও আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে পড়ি।’ অনেকদিন ধরেই জাতীয় দলের পক্ষে খেলছেন না। পারফরম্যান্স করে ফিরতে চাইছেন জাতীয় দলে, ‘ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলছে। খেলা দেখে খুব ভালো লাগছে এই ভেবে যে, মাঠে খেলা গড়িয়েছে। দেশে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব। খেলার জন্য মরিয়া হয়ে আছি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর