মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনার পর দুইয়ে দুই ক্যাঙ

ক্রীড়া ডেস্ক

করোনার পর দুইয়ে দুই ক্যাঙ

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ফিরেছে মেয়েদের গলফ। টানা দুই আসরে শিরোপা জিতেছে কোরিয়ান বংশোদ্ভূত মার্কিন গলফার ড্যানিয়েল ক্যাঙ। গতকাল নিশ্চিত করেছেন ম্যারাথন ক্ল্যাসিকের শিরোপা। দুই সপ্তাহের মধ্যে দুটি বড় শিরোপা জিতে উচ্ছ¡সিত মার্কিন এই নারী গলফার।

ম্যারাথন ওপেনের শিরোপা প্রায় জিতেই গিয়েছিলেন নিউজিল্যান্ডের লিডিয়া কো। শেষ দিনে শেষ হোল পর্যন্ত তিনি শীর্ষে ছিলেন। কিন্তু গতকাল ১৮তম হোলে গিয়েই ঘটে যায় বিপত্তি। অতি উচ্ছ¡াসের কারণে শেষ হোলে ডাবল বগি করে ফেলেন। এই সুযোগে শিরোপা জিতে যান ক্যাঙ। পারের চেয়ে মোট ১৫ শট কম খেলে শিরোপা জিতেছেন ক্যাঙ। লিডিয়া কো রানার আপ হয়েছেন পারের চেয়ে ১৪ শট কম খেলে। তবে শিরোপার খুব কাছে গিয়েও জিততে না পারায় বেশ হতাশ লিডিয়া কো, ‘যাই ঘটুক না কেন, তারপরও আমাকে ইতিবাচক থাকতে হবে। তবে এভাবে শিরোপা হাত ছাড়া হয়ে যাওয়ার বেশ খারাপই লাগছে। কিন্তু এ টুর্নামেন্ট থেকে আমি অনেক কিছু শিখলাম, যা সামনের টুর্নামেন্টগুলোতে কাজে লাগবে।’

টানা দুই শিরোপা জিতে ভালো লাগলেও কো-র জন্য সমবেদনায় জানালেন চ্যাম্পিয়ন ক্যাঙ, ‘এটা খুবই হতাশার কো-র জন্য। শেষ হোলে গিয়ে এভাবে হতাশ হতে হবে তা সে কখনোই ভাবেনি। তবে আমার বিশ্বাস, খুব দ্রুতই সে একটি শিরোপা জিতবে। তার সব হতাশা কেটে যাবে।’

নিজের উচ্ছ¡াস প্রকাশ করতে গিয়ে বলেন, ‘টানা দুটি শিরোপা জিততে পারার আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

সর্বশেষ খবর