মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাকিবসহ পূর্ণ শক্তির দল যাচ্ছে শ্রীলঙ্কায়!

ক্রীড়া প্রতিবেদক

সাকিবসহ পূর্ণ শক্তির দল যাচ্ছে শ্রীলঙ্কায়!

এই সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সফরে তিন টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে কিংবা তিনটি টি-২০ ম্যাচ খেলতে চাইছে টাইগাররা। তবে বিসিবি সূত্র জানিয়েছে সফরে শুধু টেস্ট খেলার সম্ভাবনাই  বেশি। নিষেধাজ্ঞা কাটিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা উজ্জ্বল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। বাংলাদেশের টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ১৪ অক্টোবর। মুমিনুল বাহিনী সিরিজি খেলতে ঢাকা ছাড়তে পারে  সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর স্বাস্থ্যবিধি মেনে কলম্বোয় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে চার মাসের উপর বন্ধ  খেলাধুলা। যদিও ইংল্যান্ডে ফিরেছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলেছে। পাকিস্তান খেলছে। ইংল্যান্ডকে অনুসরণ করেই বাংলাদেশ টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে জানান বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘আইসিসির গাইড লাইন অনুসরণ করছি আমরা। ইংল্যান্ড কিভাবে খেলাচ্ছে, সেটাও খেয়াল রাখছি। আমরা তাদের পরামর্শ নিচ্ছি। সব কিছু ভেবে চিন্তেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।’

সর্বশেষ খবর