মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সীমিত আকারে খেলাধুলা শুরু হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে মার্চ মাস থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। দেশে কোনো খেলাধুলার দেখাই মিলছিল না। মাঠে গড়ালেও পেশাদার ফুটবল লিগ বাতিল ঘোষণা করে বাফুফে। ক্রিকেটে প্রিমিয়ার লিগ এখনো স্থগিত হয়ে আছে। প্রায় পাঁচ মাস পর ক্রীড়াঙ্গন আবার সচল হয়ে উঠছে।

গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘোষণা দিয়েছেন সীমিত আকারে খেলা ও প্রশিক্ষণ শুরু করা যাবে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদফতর ১০টি শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে হচ্ছে খেলাধুলা শুরুর আগে মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর পূর্বে, মহামারী প্রতিরোধক সরঞ্জাম যেমন- মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক এবং নন- কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার সংরক্ষণ করে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তদারকি ও বাস্তবায়নের দায়িত্বের জন্য একজনকে নির্দিষ্ট করলে ভালো হয়। সংশ্লিষ্ট সব কর্মীকে স্বাস্থ্যবিধি প্রশিক্ষণ প্রদান করতে হবে।

সর্বশেষ খবর