বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এবার পারবেন নেইমার!

পিএসজি-আটলান্টা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

এবার পারবেন নেইমার!

বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর নেইমার পিএসজির জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। কিন্তু চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজিকে নিয়ে এসেছেন কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোর দুই লেগেই বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেছেন নেইমার। এবার সেমিফাইনালে ওঠার লড়াই। আজ কোয়ার্টার ফাইনালের ম্যাচে লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব আটলান্টার মুখোমুখি হবে নেইমারের দল পিএসজি।

গত দুই মৌসুমে নেইমারের দল পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে। পরেরবার হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। কিন্তু এবার নেইমারের সামনে দারুণ সুযোগ অপেক্ষা করছে। কোয়ার্টার ফাইনালে আটলান্টা বাধা পাড়ি দিতে পারলে সেমিফাইনালে তাদের দেখা হবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা জার্মান ক্লাব লিপজিগের সঙ্গে। তুলনামূলক সহজ প্রতিপক্ষই অপেক্ষা করছে পিএসজির সামনে। আর ফাইনালে তো যে কোনো কিছুই হতে পারে। তাছাড়া দিন কয়েক আগে নেইমার বলেছেন, ‘আমি ক্যারিয়ারের সেরা সময়ে আছি।’ সেরা সময়ে পিএসজিকে সেরা কিছু উপহার দিতে পারবেন কী নেইমার?

পিএসজির কাজটা অবশ্য বেশ কঠিন হবে। পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া সাসপেনশনে থাকায় মাঠে নামতে পারবেন না। কিলিয়ান এমবাপ্পে গোড়ালির ইনজুরিতে ভুগছেন। মধ্য মাঠের ফুটবলার মারকো ভেরাত্তিও ইনজুরিতে। এতকিছুর পরও পিএসজির জার্মান কোচ থমাস টাচেল বলছেন, ‘আমরা শক্তিশালী এক দল। চারটা শিরোপা জয় করেছি এরই মধ্যে।’ এবার চ্যাম্পিয়ন্স লিগটা জয় করে ইতিহাস গড়ারই লক্ষ্য পিএসজির।

এদিকে আটলান্টাও প্রস্তুত তাদের সেরা অস্ত্র নিয়ে। সিরি এ লিগে গেল মৌসুমে দুই কলম্বিয়ান (লুইস মুরিয়েল ও ডুভান জাপাটা) মিলে ৩৬ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগেও তারা জ্বলে উঠলে বিপদেই পড়বেন নেইমাররা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর