বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বন্ধ দুয়ার খোলার অপেক্ষায়

প্রায় ছয় মাস পর ক্রীড়াঙ্গনের বন্ধ দুয়ার খোলার অপেক্ষায় রয়েছে। ফুটবলে করোনা আতঙ্ক থাকলেও অক্টোবরে তারা বিশ্বকাপ বাছাই পর্বেও দ্বিতীয় লেগে মাঠে নামবে তা নিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

এক সঙ্গে সব খেলা বন্ধ। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। মার্চ থেকেই ক্রীড়াঙ্গন অচল হয়ে পড়ে। উপায়ও ছিল না, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অলিম্পিক গেমসসহ বিশ্বের মেগা সব ইভেন্ট স্থগিত হয়ে যায়। সেখানে বাংলাদেশের খেলা মাঠে থাকে কীভাবে? ফেডারেশন কাপ ভালোভাবে আয়োজন করা গেলেও মাঠে গড়িয়েও পেশাদার লিগ বাতিল হয়ে যায়। ক্রিকেটে মর্যদাকর আসর ঢাকা প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে মাঠে গড়ালেও করোনার কারণে এক রাউন্ড হয়েই বন্ধ। একের পর এক স্থগিত হয়ে যায় টাইগারদের আন্তর্জাতিক শিডিউলও। হকি  তো দীর্ঘদিন ধরে প্রিমিয়ার লিগের দেখা নেই। অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, সাঁতার, তায়কোয়ান্দো, জুডো, কারাতে, কাবাডি, ভলিবলের একই অবস্থা।

কিন্তু এভাবে আর কতদিন? প্রতিমন্ত্রী উদ্যোগ নেন অন্তত ইনডোর গেমসগুলো শুরু করার। স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠিয়ে অনুমতি চান তিনি। শেষ পর্যন্ত সাড়াও মিলেছে। জাহিদ আহসান ঘোষণা দিয়েছেন সীমিত আকারে বিভিন্ন খেলা আয়োজন করা যাবে। তবে স্বাস্থ্য অধিদফতরের শর্ত মানা বাধ্যতামূলক। এমন ঘোষণায় ক্রীড়াবিদদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

প্রায় ছয় মাস পর ক্রীড়াঙ্গনের বন্ধ দুয়ার খোলার অপেক্ষায় রয়েছে। ফুটবলে করোনা আতঙ্ক থাকলেও অক্টোবরে তারা বিশ্বকাপ বাছাই পর্বেও দ্বিতীয় লেগে মাঠে নামবে তা নিশ্চিত। একই সময়ে আবার স্থগিত হওয়া এএফসি কাপে অংশ নেবে বসুন্ধরা কিংস। সামনে ফুটবলাররা ব্যস্ততার মধ্যে থাকবেন। ক্রিকেটাররা এককভাবে অনুশীলনে নেমে পড়েছেন। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টাইগাররা। এরপরই মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লিগ। হকির লিগ অনিশ্চিত হলেও অনূর্ধ্ব ২১ দলের খেলোয়াড়রাও অনুশীলনে নেমে পড়েছেন।

আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, আগেই আমাদের সিদ্ধান্ত ছিল প্রশিক্ষণ শুরু করার। এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণায় লোকাল আসরের আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। বন্ধ দুয়ার খোলা মানেই ক্রীড়াঙ্গন প্রাণের সঞ্চার হওয়া। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, শুধু অ্যাথলেট নয়, আমরাও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছিলাম। খেলা শুরু ঘোষণায় স্বস্তি নেমে এসেছে। রোমান সানা, মাবিয়া আক্তার সীমান্তরা দেশের সুনাম এনেও অলস সময় কাটাচ্ছেন। এক ঘোষণায় তাদের মধ্যেও স্বস্তি কাজ করছে। দীর্ঘদিন পর ক্রীড়াঙ্গনের বন্ধ দুয়ার খুলতে যাচ্ছে। এটা অবশ্যই আনন্দের।

সর্বশেষ খবর