বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

তবুও বাফুফে নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে এখন বড় সমস্যা করোনাভাইরাস। ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় লেগে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ৩৬ জন ফুটবলারকে ডাকা হয়। তবে ক্যাম্পে যোগ দিয়েছেন ৩০ জন। এর মধ্যে আবার ১৮ জনই করোনা আক্রান্ত। যদিও সব ফুটবলারের পুনরায় পরীক্ষা করা হচ্ছে। আজই রিপোর্ট বাফুফের হাতে পৌঁছে যাওয়ার কথা। প্রশ্ন উঠেছে পুনরায় যদি এত সংখ্যক ফুটবলারের রিপোর্টে পজিটিভ ধরা পড়ে তাহলে অনুশীলন শুরু হবে কীভাবে? শেষ পর্যন্ত কত জন মাঠে নামতে পারবেন এমন প্রশ্ন থেকে যাচ্ছে। এ অবস্থায় প্রতিপক্ষ দল বাংলাদেশের বিপক্ষে খেলবে কি না সংশয়ও রয়েছে। এত শঙ্কা, তবু দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে এসব গুরুত্ব দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গতকাল নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে ৩ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। ১৩৯ জন কাউন্সিলর ভোটার হয়েছেন এর আগে ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসে তা স্থগিত হয়ে যায়। সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। তারা ফিফা ও এএফসির কাছে চিঠি পাঠিয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি পাঠাতে অনুরোধ করবে। কাজী সালাউদ্দিন আবারও সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। তার বিপক্ষে লড়ার কথা বর্তমান সহ-সভাপতি বাদল রায়ের। তিনি জানান তারিখ যখন ঘোষণা হয়েছে অবশ্যই আমরা অংশ নেব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর