বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাউদাম্পটন টেস্ট শুরু আজ

ক্রীড়া ডেস্ক

সাউদাম্পটন টেস্ট শুরু আজ

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ম্যানচেস্টার টেস্টে ৭ উইকেটে জয় তুলে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। করোনাভাইরাসের জন্য বন্ধ থাকার পর পুনরায় ক্রিকেট ফিরেছে মাঠে। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলেছে ইংল্যান্ডের মাটিতে। এখন খেলছে পাকিস্তান। সাউদাম্পটনে আজ তিন টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হচ্ছে। সিরিজে ফিরতে পাকিস্তানকে জিততেই হবে। বিপরীতে এই টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত হবে জো রুটের ইংল্যান্ডের।

সিরিজে ফিরতে পাকিস্তানকে জিততেই হবে। অন্যদিকে এই টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত হবে জো রুটের ইংল্যান্ডের।

ম্যানচেস্টারে প্রথম ব্যাট করে শান মাসুদের টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ৩২৬ রান করেছিল পাকিস্তান। মাসুদ রান করেছিলেন ১৫৬ রান। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২১৯ রান। ১০৭ রানে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬৯ রানে গুটিয়ে যান আজহার আলিরা। স্বাগতিকদের টার্গেট দেয় ২৭৭ রান। লেগ স্পিনার ইয়াসির শাহের ঘূর্ণিতে এক পর্যায়ে ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে জশ বাটলার ও ক্রিস ওয়ক্স ১৩৯ রান যোগ করে ম্যাচ জিতিয়ে দেন। বাবা হাসপাতালে থাকার পরও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ৭৪ রানের ইনিংস খেলেন বাটলার। সবাইকে বিস্মিত করে ম্যাচ জেতানো ৮৫ রানের হার না মানা ইনিংস খেলেন ওয়ক্স। ৪ উইকেট ১০৪ রান করে ম্যাচসেরা হয়। স্বাগতিকদের জয় উপহার দিতে দুরন্ত বোলিং করেন স্টুয়ার্ট ব্রডও। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ৬ উইকেট। তবে ম্যানচেস্টার টেস্টে বাজে আচরণের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুণেছেন ডান হাতি ফাস্ট বোলার। বাবার সঙ্গে দেখা করার জন্য বেন স্টোকস নিউজিল্যান্ড গেছে বলে সিরিজের বাকি টেস্ট খেলবেন না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর