বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মাঠে ফিরেছে নারীদের আন্তর্জাতিক ক্রিকেট

মাঠে ফিরেছে নারীদের আন্তর্জাতিক ক্রিকেট

ক্রিকেট ফিরেছে মাঠে। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। খেলছে পাকিস্তান। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। পাঁচ মাসের বেশি সময় পর মাঠে ফিরেছে নারীদের আন্তর্জাতিক ক্রিকেট।

গতকাল অস্ট্রিয়ায় পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে জার্মানি। করোনাভাইরাসের জন্য খেলা বন্ধ হওয়ার আগে মহিলাদের সর্বশেষ ক্রিকেট হয়েছিল ৮ মার্চ। নারীদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যাচটি উপভোগ করেছিল ৮৬ হাজার দর্শক।

 মাঠে ফেরানো ম্যাচটিতে জার্মানি ৮২ রানে হারায় অষ্ট্রিয়াকে। ক্রিষ্টিনা গফের ৬২ বলে ৭২ রানে ভর করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে জার্মানি। জবাবে স্বাগতিক অস্ট্রিয়ার ইনিংস থেমে যায় ৮৩ রানে। দলটির পক্ষে একমাত্র দুই অংকের রান করেন আন্দ্রে মায়ে জাপেদা ৩৫। সিরিজের বাকি ম্যাচগুলো বৃহস্পতিবার দুটি এবং শুক্রবার ও শনিবার।

সর্বশেষ খবর