বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বার্সার ফুটবলার করোনায় আক্রান্ত

শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগেই কাতালান ক্লাবটি জোর ধাক্কা খেল। দলটির এক ফুটবলারের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বার্সেলোনার ওয়েবসাইট বিষয়টি স্বীকার করেছে। তবে ফুটবলারটি চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের কেউ নন। ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারের নামও জানায়নি। কভিড-১৯ পরীক্ষার আগে ফুটবলারটির গায়ে কোনো লক্ষ্মণ ছিল না। এখন সে বাসায় আইসোলেশোনে রয়েছেন এবং সুস্থ আছেন।

প্রাক মৌসুমকে সামনে রেখে ৯ ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানেই একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তার সংস্পর্শে যেসব ফুটবলার ছিলেন, তাদেরও করোনা পরীক্ষা করা হবে। বার্সেলোনা ক্লাব ইতিমধ্যেই স্বাস্থ্যবিভাগকে ঘটনাটি জানিয়েছে। এর আগে স্পেনের আরেক ফুটবল জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের দুই ফুটবলার আনহেল কোরেয়া ও সিম ভারসালিকের কভিড-১৯ হওয়ায় তাদেরকে আইসোলেশেনে পাঠানো হয়েছে। তাদেরকে রেখে বাকিদের করোনা পরীক্ষা করানো হয়েছে। সবাই নেগেটিভ হওয়ায় লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে কোনো সমস্যা হবে না অ্যাথলেটিকোর।   

সর্বশেষ খবর