বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অ্যাটলেটিকোর সামনে লিপজিগ

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

অ্যাটলেটিকোর সামনে লিপজিগ

অ্যাটলেটিকোর অনুশীলন

ভেন্যু

হোসে আলভেলেড স্টেডিয়াম, লিসবন, পর্তুগাল।

রেফারি : সিমন মার্সিনাক  (পোল্যান্ড)

 

কোচ

দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো)

হুলিয়ান নেগেলসমান (লিপজিগ)

শেষ ৫ ম্যাচে ফল

অ্যাটলেটিকো : জয়। ড্র। জয়। জয়। ড্র।

লিপজিগ : ড্র। জয়। ড্র। হার। জয়।

 

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ৫ ম্যাচ

অ্যাটলেটিকো : হার। হার। জয় । জয় । জয়।

লিপজিগ : ড্র। জয় । জয়। ড্র। জয়

 

অ্যাটলেটিকো

স্প্যানিশ দলটির শক্তির উৎস হচ্ছে তাদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৭ আসরের মধ্যে ৫বারই অ্যাটলেটিকোকে তিনি কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। এবার দারুণ ফর্মে আছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে তারা শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করে দিয়ে। শেষ ষোলোর লড়াইয়ে দুই লেগেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথম লেগে ১-০ এবং দ্বিতীয় লেগে ৩-২ গোলে জয় পেয়েছে। দুই লেগ মিলে ৪-২ গোলের জয় নিয়েই লিসবনে পা রেখেছে অ্যাটলেটিকো।

 

শক্তিমত্তা

 

লিপজিগ

জার্মান ক্লাবটি প্রথমবারের মতো এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেছে। এটাই তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তবে কোয়ার্টার ফাইনালে পৌঁছার আগে বেশ দাপট দেখিয়েছে লিপজিগ। গত আসরের ফাইনালিস্ট ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে দুই লেগেই হারিয়েছে। প্রথম লেগে ১-০ এবং দ্বিতীয় লেগে ৩-০। টটেনহ্যামকে রীতিমতো উড়িয়ে দিয়ে তারা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা লিসবনে। তবে লিপজিগের হারানোর কিছু নেই। তাই চাপমুক্ত থেকেই ক্লাব মাঠে নামছে আজ।

 

 

ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোয়েরা ও রাইট ব্যাক সিমে ভেসালকো করোনায় আক্রান্ত। দুই তারকাকে পাচ্ছে না অ্যাটলেটিকো।

দুর্বলতা

ইউসুফ পলসেন ও প্যাট্রিক শিকের মতো তারকাকে পাচ্ছে না লিপজিগ। ইনজুরির কারণে পলসেনের অনুপস্থিতি ভোগাতে পারে জার্মান ক্লাবকে।

 

ওবলাক, ট্রিপিয়ার, সেভিক, গিমেনেজ লোডি, লোরেন্ত, পারটি, সল, কোক ফেলিক্স, কোস্তা।

একাদশ

[সম্ভাব্য]

গুলাস্কি, ক্লোস্টারমান, উপামেসানো, হলসটেনবার্গ, মুকিয়েল, লাইমার, সবিতজার, অ্যাঞ্জেলিনো, এনকুনকু, ওলমো, শিক।

 

 

সর্বশেষ খবর