শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চাপমুক্ত হয়ে খেলবে বসুন্ধরা কিংস

‘সত্যিই আমরা দুশ্চিন্তামুক্ত হলাম। এএফসি কাপ শুরুটা করেছি দারুণভাবে। সেই ছন্দটা ধরে রাখতে চাই। খেলোয়াড়রা এখন চাপমুক্ত হয়ে খেলতে পারবে।’

ক্রীড়া প্রতিবেদক

চাপমুক্ত হয়ে খেলবে বসুন্ধরা কিংস

সমন্বয় করে খেলা যেত। কিন্তু ফুটবলাররা চাপে থাকত। এখন বসুন্ধরা কিংস চাপমুক্ত হয়েই এএফসি কাপে নামতে পারবে। কথাগুলো বলছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। মার্চে এএফসি কাপ মাঠে গড়িয়েছিল। ঢাকায় গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কিংস। কিন্তু করোনাভাইরাসে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে এশিয়ান ফুটবল সংস্থার অভিভাবক এএফসি। অক্টোবরেই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় লেগের ম্যাচ। মালদ্বীপেই সবকটি খেলা হবে। এক ভেনুতেই খেলা হবে বলে টুর্নামেন্ট স্থগিত করার প্রয়োজন মনে করেনি এএফসি।

গ্রুপে অন্য দুটি দল হচ্ছে ভারতের চেন্নাই ও মালদ্বীপের মার্জিয়া। পেশাদার লিগ চ্যাম্পিয়ন হিসেবে কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। গ্রুপ সেরা হয়ে মূল শিরোপার দিকে এগিয়ে যাওয়াটাই তাদের মূল লক্ষ্য। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল একই সময় জাতীয় দল ও কিংসের ম্যাচ থাকায়। জাতীয় দলে প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের ১৪ জন সুযোগ পান। এখানে কম হলেও ছয়-সাতজন চূড়ান্ত দলে আসতেন তা নিয়ে সংশয় ছিল না। এদের তখন জাতীয় দল ও কিংসের হয়ে এএফসি কাপে মাঠে নামতে হতো। মালদ্বীপ, ঢাকা ও কাতারে খেলা বলে এদের আকাশে উড়তে হতো একাধিকবার। এতে ক্লান্তিতে থাকত তারা।

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করেছে। আগামী বছর তা মাঠে গড়াবে। সুতরাং কিংসের যে দুশ্চিন্তাটা ছিল তা দূর হয়ে গেছে। ক্লাব সভাপতি ইমরুল জানালেন, ‘সত্যিই আমরা দুশ্চিন্তামুক্ত হলাম। এএফসি কাপ শুরুটা করেছি দারুণভাবে। সেই ছন্দটা ধরে রাখতে চাই। খেলোয়াড়রা এখন চাপমুক্ত হয়ে খেলতে পারবে। তা ছাড়া করোনাভাইরাসে পজিটিভ শনাক্তের সংখ্যাটি কমে এসেছে। তিনজন এখনো করোনামুক্ত নয়। আশা করি, টুর্নামেন্টের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন। আর্জেন্টিনার বারকোস শুরু থেকে খেলছেন। দলে নেওয়া চূড়ান্ত হয়েছে ব্রাজিলের বিখ্যাত দল ফ্লুমেন্সে খেলা রবিনহোকে। আসছে অস্ট্রেলিয়া ও ইরাকের ফুটবলার। পূর্ণ শক্তি নিয়েই আমরা মালদ্বীপে ওড়ার আশা রাখি। অক্টোবরের চিন্তা মাথায় থাকলেও, এখন সেপ্টেম্বরে ক্যাম্প শুরু করার চিন্তা করছি।’

সর্বশেষ খবর