শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ক্রিকেট মাঠে ফেরায় রোমাঞ্চিত সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট মাঠে ফেরায় রোমাঞ্চিত সৌম্য

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরছে ভেবে রোমাঞ্চিত বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। নিরাপদ দূরত্ব রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েশসহ ১৭ ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। ঈদের পর সংখ্যাটা বেড়ে ২৭ হয়েছে। মুশফিকদের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদসহ ১০ ক্রিকেটার। প্রাণঘাতী করোনাভাইরাসে পাঁচমাস ঘরবন্দী ছিলেন ১৫ টেস্টে ৮১৮ রান, ৫৫ ওয়ানডেতে ১৭২৮ রান এবং ৫০ টি-২০ ম্যাচে ৮৮৫ রান করা সৌম্য। ঈদের তিনি অনুশীলন শুরু করছেন স্বাস্থ্যবিধি মেনে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গতকাল স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শেষে ক্রিকেটে ফিরতে পারায় দেশের অপরাপর ক্রিকেটারদের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাঁ হাতি ক্রিকেটার, ‘এটা অবশ্যই স্বস্তির খবর যে, আমাদেরও খেলা শুরু হতে যাচ্ছে। যখন দেখতাম ইংল্যান্ড খেলছে, তখন খারাপ লাগত। ভাবতাম কবে খেলব আমরা। তবে এটাও ভালো লাগত যে খেলা শুরু হয়েছে। গতকাল শুনলাম আমাদের সফর নিশ্চিত হয়েছে। এমন খবরে অনেক ভালো লাগছে।’ ঘরে থাকলেও নিয়ম মেনে অনুশীলন করেছেন। ক্রিকেট খেলতে না পারায় কষ্ট হয়েছে। ঘরবন্দী থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে চাঙ্গা রেখেছিলেন। এখন মাঠে ফিরেছেন। ভালো লাগছে অনুশীলন করতে পেরে। তবে করোনামুক্ত থাকার আপ্রাণ চেষ্টা থাকছেই। নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি রক্ষা করে অনুশীলন করছেন। শ্রীলঙ্কা সফরে সুযোগ পাবেন কি না নিশ্চিত নন, যদি সুযোগ পান তবে খেলার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও সচেতন সৌম্য, ‘স্বাস্থ্য নিরাপত্তা একটা বড় ইস্যু দল ও পরিবারের মতো। সবাই নিজেকে নিরাপদ রেখে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেসব নিয়ম থাকবে, সেসব মেনেই মাঠে খেলতে নামা ভালো। কারণ, দলের কেউ একজন আক্রান্ত হলে বাকিরাও ভুক্তভোগী হবে।’

সৌম্য সর্বশেষ ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। দুটি ম্যাচে রান করেছিলেন ৬২* ও ২০*। টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের এবং শেষ ওয়ানডে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালে। এবার টেস্ট সিরিজ খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান তিনি, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-২০ খেলেছি। দুটোই ভালো ছিল। এখন চেষ্টা থাকবে সেখান থেকে নতুন করে শুরু করার।

সর্বশেষ খবর