শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ম্যানসিটির সামনে লিও

ম্যানসিটির সামনে লিও

দুরন্ত ডি ব্রুইন

ম্যানসিটির সমর্থকরা ভোট দিয়ে মৌসুমের সেরা নির্বাচিত করেছেন ডি ব্রুইনকে। প্রিমিয়ার লিগে ২০টি গোলে এসিস্ট করেছেন। আজ লিও ঘাতক হতে পারেন তিনি।

 

রণকৌশল

পেপ গার্ডিওলার প্রিয় ফরমেশন ৪-৩-৩। ম্যানসিটি এ ফরমেশনেই অভ্যস্ত হয়ে উঠেছে। রক্ষণটা ঠিক রাখার পাশাপাশি কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত তারা।

 

সম্ভাব্য একাদশ

এডারসন, ওয়ালকার, ফার্নান্দিনহো, লাপোর্তে, হুয়াও ক্যান্সেলো, ডি ব্রুইন, রডরি, ডেভিড সিলভা, ফোডেন, গ্যাব্রিয়েল জেসুস, স্টারলিং।

 

হেড-টু-হেড

এর আগে দুই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বে নিজেদের মাঠে লিওর কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। ফিরতি লেগে ২-২ গোলে ড্র করেছিল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

ম্যানসিটি গত মৌসুমে চতুর্থবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। এর মধ্যে কেবল একবারই সেমিফাইনাল খেলেছে তারা।

২০০৯-১০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলছে অলিম্পিক লিও।

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় (উয়েফা কাপ উইনারস কাপ) ম্যানসিটি চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭০ সালে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের বেশি যেতে পারেনি তারা।

অলিম্পিক লিও উয়েফা ইন্টারটোটো কাপ জিতেছে ১৯৯৭ সালে। তবে চ্যাম্পিয়ন্স লিগে তারাও সেমিফাইনালের বেশি যেতে পারেনি।

সরাসরি : সনি টেন ২, রাত ১টা

 

ডিপেই’র দিকে তাকিয়ে লিও

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে ৬টি গোল করেছেন। অলিম্পিক লিওর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার। আজও ম্যানসিটির বিপক্ষে জ্বলে উঠতে পারেন এই ডাচ্ ফুটবলার।

 

রণকৌশল

রুডি গার্সিয়ার দল খেলে থাকে ৩-৫-২ ফরমেশনে। আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে দলটা। মাঝ মাঠের দখল নিজেদের কাছে রাখতেই পছন্দ করে।

 

সম্ভাব্য একাদশ

লোপেজ, ডেনায়ার, মার্সেলো, মার্শাল, ডুবিয়াস, ক্যাকেরেট, ব্রুনো গুইমেয়ারেস, অ্যাওয়ার, কর্নেট, ডিপেই, ডেম্বেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর