শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ড-পাকিস্তান শেষ টেস্ট

আবহাওয়া রিপোর্ট জানাচ্ছে সাউদাম্পটনে আজ শুরু তৃতীয় টেস্টেও আঘাত হানবে বৃষ্টি। কিন্তু সিরিজ নির্ধারক টেস্ট বলেই হয়তো স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেটের শাসক সংস্থা আইসিসির সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শুরু করবে ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজে বৃষ্টি এখন নিত্যকার সঙ্গী। সাউদাম্পটন টেস্ট স্বাগতিকরা জিতলেও বাধা হয়েছিল বৃষ্টি। ম্যানচেস্টার টেস্টে দুই দলকে সাইড লাইনে বসিয়ে জয় ছিনিয়ে নেয় বৃষ্টি। গোটা পাঁচ দিনে ৪৫০ ওভার খেলার কথা। অথচ সেখানে খেলা হয় সাকল্যে ১৩৪.৩ ওভার। পাকিস্তান প্রথম ইনিংস ব্যাটিং করেছে ৯১.২ ওভার। বিপরীতে স্বাগতিকরা ব্যাটিং করে মাত্র ৪৩.১ ওভার। ইংল্যান্ডে এখন সামার। কখনো থেমে থেমে বৃষ্টি হয়। কখনো মুষলধারে। আবহাওয়া রিপোর্ট জানাচ্ছে সাউদাম্পটনে আজ শুরু তৃতীয় টেস্টেও আঘাত হানবে বৃষ্টি। কিন্তু সিরিজ নিয়ামক টেস্ট বলেই হয়তো স্বাগতিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটের শাসক সংস্থা আইসিসির সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শুরু করবে ম্যাচ। সূর্য দেরিতে অস্ত যায় বলে ইংল্যান্ডে সাধারণত স্থানীয় সময় সকাল ১১টায় টেস্ট শুরু হয়। আজ সাউদাম্পটন টেস্ট শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সাউদাম্পটনে পিছিয়ে থেকেও জশ বাটলার ও ক্রিস ওয়ক্সের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেটে টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। সাউদাম্পটনে পাকিস্তান শুধুমাত্র প্রথম ইনিংসে ব্যাটিং করেছে। ২৩৬ রান সংগ্রহ করে ৯১.২ ওভার ব্যাটিং করে। ইংল্যান্ড ব্যাট করেছে মাত্র ৪৩.১ ওভারে। তাতে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১১০। সাউদাম্পটন টেস্টটি নতুন একটি মাইলফলকের হাতছানি দিচ্ছে ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের। আর মাত্র ৭ উইকেট পেলে ১৪৩ বছরের টেস্ট ক্রিকটে ইতিহাসে প্রথম পেসার ইতিহাসে ৬০০ উইকেটের বিরল মাইলফলক গড়বেন।

সর্বশেষ খবর