শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ফুটবলে সংকট কাটছে

‘ফুটবলের স্বার্থে সবাই মাঠে ফিরতে চায়। আমার বিশ্বাস খেলোয়াড়রাও তাই চাইবে। যতটুকু সমস্যা তা আলাপের মধ্যেই সমাধান হয়ে যাবে।’

ক্রীড়া প্রতিবেদক

মার্চ মাস থেকেই ফুটবলাররা মাঠের বাইরে। ফেডারেশনকাপ শেষের পর পেশাদার লিগ মাঠে গড়ালেও করোনাভাইরাসে তা বাতিল হয়ে যায়। কবে ফুটবল ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আশার কথা নতুন ঘরোয়া মৌসুমের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর সভাপতিত্বে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও বাফুফে ও ক্লাবগুলো দ্রুত লিগ মাঠে নামাতে চায়। উভয়পক্ষই উদাহরণ দিয়ে বলেছে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অন্য দেশে যদি ফুটবল হতে পারে বাংলাদেশে কেন নয়। চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ আসরও শেষ হতে চলেছে। প্রশ্ন হচ্ছে কবে ঘরোয়া মৌসুম শুরু হতে পারে? এখানেই আটকে যাচ্ছে সবকিছু। কেননা গেল মৌসুমে বন্ধ হওয়া লিগে কোনো ক্লাব ৫ কিংবা ৬ ম্যাচে অংশ নিয়েছে। অধিকাংশ ক্লাবই ফুটবলারদের আশি থেকে পঞ্চাশ ভাগ পারিশ্রমিক দিয়ে দিয়েছে। লিগই শেষ হলো না অথচ ফুটবলাররা টাকা পেয়ে গেছে। সেখানে নতুন করে দলবদলের তো প্রশ্নই ওঠে না। ক্লাবগুলো আগের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল তারা তাদের খেলোয়াড় ছাড়বে না। বাকি যে টাকা আছে তা তো শোধ করবেই প্রয়োজনে নতুন মৌসুমে অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। এখন খেলোয়াড়রা রাজি হবে কি না তা জানতে আগামী মঙ্গলবার লিগ কমিটি ফুটবলারদের সঙ্গে বসবে।

জাতীয় দলের বেশ কজন ফুটবলার আগেই জানিয়েছেন, সংকটময় সময় তারা ছাড় দিতে রাজি আছে। তা না হলে ফুটবল মাঠে নামানোটা কষ্টকর হয়ে পড়বে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেন, সব ক্লাবই চায় দ্রুত ফুটবল মাঠে নামুক। লিগ কমিটি ফুটবলারদের সঙ্গে আলাপের পর আবার ক্লাবের সঙ্গে বসবে। আশা রাখি অক্টোবরে দলবদল ও নভেম্বরেই ফুটবল মাঠে নামানো যাবে। লিগ কমিটির চেয়ার সালাম মুর্শেদী বলেন, ‘দুশ্চিন্তায় ছিলাম ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না। ফুটবলের স্বার্থে সবাই মাঠে ফিরতে চায়। আমার বিশ্বাস খেলোয়াড়রাও তাই চাইবে। যতটুকু সমস্যা তা আলাপের মধ্যেই সমাধান হয়ে যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর