শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাফুফে নির্বাচনে গোয়েন্দা সংস্থা!

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াঙ্গনে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ নতুন নয়। বড় তো বটেই ছোট ফেডারেশনেও এমন ঘটনা ঘটছে। গত বছর হকি ফেডারেশনের নির্বাচনে এক প্রার্থী যে পরিমাণে টাকা উড়িয়েছেন তা অকল্পনীয় বলা যায়। ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফের নির্বাচনে উভয় প্যানেলই জিততে ভোটারদের পকেট ভারী করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমন বেআইনি কাজ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেবে নির্বাচন কমিশনার। প্রচারের সময় পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যদের নামানো হবে। তারা দেখবে এবং প্রয়োজনে জানতে চাইবেন কোনো প্রার্থী টাকা উড়াচ্ছেন কি না। প্রমাণ মিললে তার প্রার্থিতা বাতিল তো হবেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।

সর্বশেষ খবর