শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
পারিবারিক কারণ

টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ

‘আমি পদত্যাগ করেছি। কারণ, পরিবার থেকে দূরে থাকা সম্ভব নয়। কভিডের এ পরিস্থিতিতে সব ফরম্যাটে মানিয়ে চলা আমার জন্য কষ্টকর।’

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ

দুই বছর আগে সাদা বলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নেইল ম্যাকেঞ্জি। এরপর লাল বলেও কাজ শুরু করেন। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস তার দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায়। করোনাকালে পরিবারের কাছ থেকে দূরে থাকা সম্ভব নয় বলে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করেছেন নেইল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারের সরে দাঁড়ানোর বিষয়টি স্বীকার করেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী। তবে স্বীকার করেননি পদত্যাগের বিষয়। জানিয়েছেন, করোনা পরিস্থিতি তাকে সরে যেতে বাধ্য করেছে।     

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান উদ্বোধনী জুটিতে গ্রায়েম স্মিথের সঙ্গে বিশ্ব রেকর্ড গড়া ম্যাকেঞ্জি। এরপর থেকে তিনি শুধু সাদা বলেই ব্যাটসম্যানদের সঙ্গে কাজ কারতেন। দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারের সঙ্গে কাজ করে উপকৃত হওয়ার কথা স্বীকার করেছেন তামিমরা। ম্যাকেঞ্জি সর্বশেষ কাজ করেছেন ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তিনি চলে যান দক্ষিণ আফ্রিকায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। দীর্ঘদিন পরিবারের বাইরে থাকতে হবে বলে শ্রীলঙ্কা সফরে রাজী হননি। বৃহস্পতিবার তিনি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পদত্যাগের বিষয়টি। পদত্যাগের বিষয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি পদত্যাগ করেছি। কারণ, পরিবার থেকে দূরে থাকা সম্ভব নয়। কভিডের এ পরিস্থিতিতে সব ফরম্যাটে মানিয়ে চলা আমার জন্য কষ্টকর।’ তার সরে দাঁড়ানোয় নতুন ব্যাটিং কোচ হিসেবে খুব সহসাই নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিচ্ছে বিসিবি। ম্যাকেঞ্জির পদত্যাগের বিষয়ে বিসিবি সিইও বলেন, ‘এটা ঠিক পদত্যাগ নয়। ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং কোচ ছিলেন। লাল বলেও কাজ করতে রাজী হয়েছিলেন। কিন্তু করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ মুুহূর্তে পরিবারের বাইরে থাকা তার পক্ষে সম্ভব নয়। এ ছাড়া দুই ফরম্যাটে কাজও করতে চাইছে না। তার সরে দাঁড়ানোয় বিষয়টি এখন কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। কারণ, সাদা কিংবা লাল বলে দুজন কোচের নিয়োগ দেওয়া কঠিন।’

সর্বশেষ খবর