শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়তে চান এমবাপ্পে-নেইমার

‘আমরা প্রায় কাছাকাছি বয়সের। মাঠের বাইরে আমাদের সম্পর্কটা দারুণ। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। তবে এখন আমাদের ফোকাসটা কেবল নিজেদের ওপর নয়। অন্যদের নিয়েও আমরা ভাবছি। কারণ, জিততে হলে সবাই মিলেই তা সম্ভব।’

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়তে চান এমবাপ্পে-নেইমার

বায়ার্ন মিউনিখ থেকে হুঙ্কার আসছে, সামনে যেই থাকো পরাজয়ের প্রস্তুতি নাও। চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে জার্মান জায়ান্টরা ৪২টা গোল করেছে মাত্র ১০ ম্যাচে। বিপরীতে মাত্র ৬টা গোল হজম করেছে। এমন দলের বিপক্ষে মাঠে নামাটা বেশ কঠিনই। কচুকাটা হওয়ার ভয় থাকে। কিন্তু বায়ার্ন মিউনিখের হুঙ্কারকে খুব একটা পাত্তা দিচ্ছেন না পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। নেইমারের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়ার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছে পিএসজি। প্রথমবারেই চ্যাম্পিয়ন হলে ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে।

এক সময় ভাবা হতো, নেইমারের সঙ্গে বুঝি পিএসজির ঝামেলা কাটবে না। কিন্তু তিনি বেশ থিতু হয়ে গেছেন ফরাসি ক্লাবটিতে। এখন এমবাপ্পেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই খেলেন নেইমার। প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আগের মতোই ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেন প্রায় প্রতিটা ম্যাচেই। এমবাপ্পে বলেন, ‘আমরা প্রায় কাছাকাছি বয়সের। মাঠের বাইরে আমাদের সম্পর্কটা দারুণ। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। তবে এখন আমাদের ফোকাসটা কেবল নিজেদের ওপর নয়। অন্যদের নিয়েও আমরা ভাবছি। কারণ, জিততে হলে সবাই মিলেই তা সম্ভব।’ জার্মান কোচ থমাস টাশেলের শিক্ষা বেশ প্রভাব ফেলেছে দলটার ওপর। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারলে এবার হয়তো তিনিই হবেন সেরা কোচ!

কাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মৌসুমের অন্যতম সেরা আকর্ষণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিসবনের দা লুজ স্টেডিয়ামে এর আগেও ফাইনাল হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ছয় বছর আগের ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই তিনি এখন পিএসজির জার্সিতে খেলছেন। দা লুজ স্টেডিয়ামেই কিছু দিন আগে সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছেন ডি মারিয়া। ম্যাচসেরাও হয়েছেন। ফাইনালে তিনি আরও একবার দলের তুরুপের তাস হতে পারেন! এদিকে বায়ার্ন মিউনিখও বসে নেই। পিএসজির সাঁড়াশি আক্রমণগুলোকে রুখে দেওয়ার কৌশল সাজাচ্ছেন বায়ার্ন কোচ হ্যান্স ডিয়েটার ফ্লিক।

সর্বশেষ খবর