শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘পজিটিভ’ ইফতেখার দুই দিন পর ‘নেগেটিভ’

ক্রীড়া প্রতিবেদক

তিন ধাপে অনূর্ধ্ব-১৯ দলের ৪৬ ক্রিকেটার ও ২২ স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই নেগেটিভ। কিন্তু অলরাউন্ডার ইফতেখার হোসেনের রেজাল্ট নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার তার রেজাল্ট এসেছিল পজিটিভ। বৃহস্পতিবার রেজাল্ট নেগেটিভ। এখন তাকে বিসিবির পর্র্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। ইফতেখার ছাড়া বাকি সবাই ক্যাম্পের জন্য এখন বিকেএসপিতে। আগামীকাল থেকে যুব ক্রিকেটারদের ক্যাম্প শুরু।

ক্যাম্প শুরুর আগে যুব ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। প্রথম ধাপে নমুনা নেওয়া হয়েছিল ৩০ জনের। দ্বিতীয় ধাপে ২২ জন এবং তৃতীয় ধাপে ১৬ জন। বৃহস্পতিবার যে ১৬ জনের পরীক্ষা করা হয়, সেখানে ইফতেখারেরও করা হয়। এবার তার নেগেটিভ আসে। অথচ মঙ্গলবার পজিটিভ এসেছিল। এ প্রসঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার বলেন, ‘ইফতেখারের দুই পরীক্ষার ফল দুই রকম এসেছে। কী কারণে এমন হলো, সেটি বলা কঠিন। দুই-তিন দিন পর আরও একবার পরীক্ষা করা হবে।’

সর্বশেষ খবর