শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
সাউদাম্পটন টেস্ট ১ম দিন

ক্রলির প্রথম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

ক্রলির প্রথম সেঞ্চুরি

সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলি। সাদা পোশাকে এটি তার প্রথম সেঞ্চুরি। ক্রলি সেঞ্চুরি করতে খেলেছেন ১৮৮ বল। ৭ টেস্টে মাত্র তিনটি হাফ সেঞ্চুরি ছিল কেন্টের এই তারকা ব্যাটসম্যানের। অবশেষে অষ্টম ম্যাচে কাক্সিক্ষত সেঞ্চুরির দেখা পেলেন ক্রলি।

গতকাল এইজেজ বোলে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু ইনিংসের শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। দুই অঙ্কের কোটায় পৌঁছার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার ররি বার্নস। আরেক ওপেনার ডম সিবলিও সুবিধা করতে পারেননি। তিনি আউট হয়েছেন ২২ রান করে। তবে ক্রলির সঙ্গে সিবলির জুটিটা বেশ জমে উঠেছিল। তাদের পার্টনারশিপে এসেছিল ৬১ রান। এরপর অধিনায়ক রুটের সঙ্গে ৪১ রানের আরেকটি জুটি গড়েন ক্রলি। কিন্তু ইংলিশ অধিনায়ক উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। রুটের ব্যাট থেকে এসেছে ২৯ রান। অলি পোপও দ্রুত আউট হয়ে যান। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান জোস বাটলারের সঙ্গে ক্রলির জুটিটা জমে ওঠে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উইকেট জুটিতে এসেছিল ১০৫ রান। তখন ১২৫ রানে অপরাজিত ছিলেন ক্রলি। ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ২৩২ রান। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ নিয়েছিলেন ২ উইকেট।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর