রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতেও অনুশীলন করেছেন মুশফিক সৌম্যরা

ক্রীড়া প্রতিবেদক

গত তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। গতকাল বৃষ্টি ঝরেছে মুষলধারায়। ভারি বর্ষণে ব্যহত হয়েছে জীবন। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনেও বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম দমে যাননি। তিনি বৃষ্টি মাথায় অনুশীলন করেছেন। তবে সেটা ছিল ইনডোরে। তার সঙ্গে অনুশীলন করেছেন মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুবরা। গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন ও ড্যাসিং ব্যাটসম্যান লিটন দাস। গতকাল টাইগারর ক্রিকেটারদের তারাই অনুশীলন করেছেন, ইনডোরে যাদের সেসন এবং জিম ওয়ার্ক ছিল। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ‘বৃষ্টিতে অনুশীলনের সব পরিকল্পনা ভেস্তে গেছে। কেউই মাঠে নেমে অনুশীলন করতে পারেনি। শুধু তারাই অনুশীলন করেছে, ইনডোরে যাদের সেশন এবং জিম ওয়ার্ক ছিল। তবে সব ক্রিকেটারই এসেছিলেন।’ মিরপুরের মতো একই অবস্থা সারা দেশে। আগামী মাসে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর। মূল স্কোয়াড ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ শেষে। প্রথম টেস্ট ২৪ অক্টোবর। ঈদের আগে থেকেই বিসিবির বিশেষ তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে মুশফিকসহ ১৭ ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করছেন।

সর্বশেষ খবর