সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নীরব অ্যাথলেটিকস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে বাংলাদেশে খেলাধুলা এখনো স্থগিত। তবে অধিকাংশ ফেডারেশনই খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করেছে। ফিটনেস ধরে রাখতেই এ উদ্যোগ। আরচারিতে তো ক্যাম্পই চালু হয়েছে। এ মাসেই আরও কটি খেলার ক্যাম্প চালু হবে। এক্ষেত্রে একেবারে নীরব ভূমিকা পালন করছে অ্যাথলেটিক্স। কোনো টু শব্দ পাওয়া যাচ্ছে না। অথচ অ্যাথলেটরা স্বাস্থ্য বিধি মেনে অনুশীলনে নামতে চান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘোষণা দিয়েছেন স্বল্প পরিসরে খেলা মাঠে নামানোর। এখনো কোনো খেলা শুরু হয়নি। তবে অনুশীলন চলছে ঠিকই। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বিদেশে অবস্থান করছেন। অ্যাথলেটরা আক্ষেপ করে বলছেন, এভাবে বসে থাকলে ফিটনেস ফেরানো তাদের জন্য মুশকিল হয়ে পড়বে। প্রয়োজনে তারা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বসতেও চান।

সর্বশেষ খবর