বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অনন্য উচ্চতায় অ্যান্ডারসন

ইংল্যান্ডের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

অনন্য উচ্চতায় অ্যান্ডারসন

প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। গতকাল সাউদাম্পটন টেস্টে পাকিস্তানের অধিনায়ক আজহার আলীকে আউট করে অনন্য উচ্চতায় পৌঁছে যান ইংলিশ পেসার। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়েছেন লঙ্কান কিংবদন্তি  স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। তিনি নিয়েছেন ৭০৮ উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলে। তার উইকেট সংখ্যা ৬১৯। চতুর্থ বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারির ক্লাবে যোগ দিলেন এবার অ্যান্ডারসন। গতকাল ছিল টেস্টের পঞ্চম দিন। ফলোঅনে পড়ে ব্যাটিং করছে সফরকারী পাকিস্তান। কিন্তু ফলাফলের চেয়ে জো রুটের         ইংল্যান্ড তীর্থের কাক হয়ে অপেক্ষা          করছে ম্যাচ শুরুর। অবশেষে ম্যাচ শুরু হয়। এবং শুরুতেই পাকিস্তানের অধিনায়কের উইকেট নিয়ে বাজিমাত করে দেন অ্যান্ডারসন।

ফলোঅনে পড়া পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করার পর দিনের খেলা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হওয়ায় সিরিজ জিতে যায় ইংল্যান্ড।  তিন ম্যাচের সিরিজে প্রথম টেস্টে জয় পায় ইংল্যান্ড। পরের দুই ম্যাচ ড্র হয়।

সর্বশেষ খবর