বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নেতৃত্বে ধোনির চেয়ে কোহলি এগিয়ে!

ক্রীড়া ডেস্ক

নেতৃত্বে ধোনির চেয়ে কোহলি এগিয়ে!

ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাবেকদের অনেকেই বলছেন, ধোনি ভারতের সেরা অধিনায়ক। কিন্তু বিদেশের মাটিতে দলের সাফল্যের কথা চিন্তা করে ধোনির চেয়ে বিরাট কোহলিকেই এগিয়ে রাখলেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। ভারতের জার্সিতে ২০০র উপরে আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার বলেন, ‘ধোনি ও কোহলির নেতৃত্ব সম্পূর্ণ আলাদা। ধোনির পছন্দ স্পিন। তিনি স্পিনারদের নিয়েই তার কৌশল সাজান। আর কোহলির পছন্দ পেস বোলিং। দুই অধিনায়কের সময় বিদেশের মাটিতে ভারতের সাফল্যের কথা চিন্তা করুন। কোহলি পেসারদের ওপর বিশ্বাস করতেন বলেই তার সময়ে ভারত টেস্টে বিদেশের মাটিতে সাফল্য পাচ্ছে। পেসারদের ওপর বিশ্বাস রাখতে না পারলে বিদেশের মাটিতে সাফল্য আসবে কি করে? এখন ভারতের পেস আক্রমণ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

সর্বশেষ খবর