বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

লক্ষ্য এখন ৭০০

ক্রীড়া ডেস্ক

লক্ষ্য এখন ৭০০

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ভালো করতে পারেননি বলে অনেকেই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের শেষ দেখে ফেলেছিলেন। সেই অ্যান্ডারসনই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এখন তার টার্গেট ৭০০ উইকেট নেওয়া। ইংল্যান্ড দলের টিম ম্যানেজমেন্টও চাচ্ছেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসনের ক্যারিয়ার আরও দীর্ঘ হোক। সামনে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে। সেখানেও অ্যান্ডারসনকে চান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এ সম্পর্কে অ্যান্ডারসন বলেন, ‘রুটের সঙ্গে আমার কিছু কথা হয়েছে, সে বলেছে আমাকে অস্ট্রেলিয়াতেও পেতে চায়। আমি সেখানে না থাকার কোনো কারণ দেখি না। আমি ফিটনেস নিয়ে সবসময় কঠোর পরিশ্রম করছি, আমার খেলা নিয়েও।’

৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেও চলতি মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ইংলিশ পেসার। তিনি আরও বেশি ক্ষুধার্ত। অ্যান্ডারসন বলেন, ‘এই গ্রীষ্মে আমি যতটা ভালো বোলিং করতে চেয়েছি, ততটা পারিনি। তবে এই টেস্টে আমি নিজের ছন্দে ছিলাম। আমার মনে হয়, দলকে দেওয়ার মতো আমার এখনো অনেক কিছু আছে। যতদিন এমন অনুভূতি কাজ করবে, আমি খেলে যাব। আমার মনে হয় না, ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে শেষ টেস্ট জিতে ফেলেছি। আমি ৭০০ উইকেটে যেতে পারব কি-না? কেন নয়?’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর