বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা
র‌্যাডফোর্ডকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

র‌্যাডফোর্ডকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাডফোর্ডকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

সপ্তাহ দুয়েক আগে ক্রিকেট বোর্ডের সভাতে চূড়ান্ত হয়েছিল, বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) নতুন কোচ টবি র‌্যাডফোর্ড। গত ১৬ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে নিউজটি প্রকাশিত হয়। অবশেষে গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি টবি র‌্যাডফোর্ডের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানিয়ে দিল।

ওয়েলসের এই কোচকে নিয়োগ দেওয়া হয় এক বছরের জন্য। শ্রীলঙ্কা সফর দিয়ে তার অ্যাসাইমেন্ট শুরু। এর আগে ২০১২-১৩ ও ২০১৬-১৯ দুই দফায় ছিলেন ক্যারিবিয়ানদের ব্যাটিং ও সহকারী কোচ। প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব গ্ল্যামারগন ও মিডলসেক্সে। কাজ করেছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবেও। 

র‌্যাডফোর্ড এইচপির প্রধান কোচের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিভাবান অনেক তরুণ ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য ওদের বিকশিত করা হবে দারুণ একটি ব্যাপার। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’

সর্বশেষ খবর