বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এশিয়ান জুনিয়র হকি

নতুন বছরে ব্যস্ততার মধ্যে কাটবে হকি ফেডারেশন। ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশসহ এশিয়ার শীর্ষ ১০টি দেশ নেবে। এখান থেকেই সেমিফাইনাল খেলা চার দল ২০২২ সালে বিশ্বকাপ যুব হকিতে সুযোগ পাবে। এ বছরই ঢাকায় এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে এশিয়ান হকি ফেডারেশন তা স্থগিত রাখে। এখন আবার নতুন করে শিডিউল দিয়েছে তারা। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফি হবে।

 তিনি বলেন, দীর্ঘ সময় না হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। লিগ কমিটি বৈঠক করে ক্লাবগুলোর কাছে মতামত জানতে চাইবে। ক্লাবকাপ আয়োজনেরও চিন্তাভাবনা রয়েছে ফেডারশনের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর