শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
এএফসি কাপ নিয়ে ধোঁয়াশা

তবু প্রস্তুত থাকবে কিংস

এএফসি কাপে অনিশ্চয়তার পেছনে বড় কারণ হচ্ছে এখনো অনেক গ্রুপের ভেন্যু নির্ধারণ করা যায়নি। তাছাড়া এশিয়ার অনেক দেশে এখনো আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা কাটেনি। এসব জটিলতায় টুর্নামেন্ট পেছানোর সম্ভাবনা বেশি।

ক্রীড়া প্রতিবেদক

তবু প্রস্তুত থাকবে কিংস

করোনাভাইরাসে এএফসি ক্লাব কাপ স্থগিত রেখেছে এশিয়ান ফুটবলে অভিভাবক সংস্থা। পরবর্তীতে অক্টোবরে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন তা বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ‘ই’ গ্রুপে অংশ নিচ্ছে। যেখানে প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপ টিসি স্পোর্টস, রেডিয়্যান্ট ও ভারতের চেন্নাই এফসি। মার্চে ঢাকায় গ্রুপের উদ্বোধনী ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কিংস। পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টে ২৩ অক্টোবরই কিংসের লড়ার কথা। প্রথম ও দ্বিতীয় লেগের সব ম্যাচই মালদ্বীপেই হওয়ার কথা। এএফসি তা চূড়ান্ত করেছে।

প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের মতো এএফসি ক্লাব কাপও পুনরায় স্থগিত হবে কিনা? সেই আভাসও পাওয়া যাচ্ছে। কেননা গতকাল কুয়ালালামপুরে টুর্নামেন্টের নকআউট পর্বের ড্র হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। এনিয়ে তৈরি হয়েছে সংশয়। বসুন্ধরা অংশ নেবে বলে বাফুফে কেন ড্র হয়নি কিংবা এএফসি কাপ স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানতে চেয়েছিল। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, আমি জানতে চেয়েছিলাম টুর্নামেন্ট স্থগিত হচ্ছে কিনা এ ব্যাপার এএফসি বলেছে পিছিয়ে দেওয়া হলে আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে।

এএফসি কাপে অনিশ্চয়তার পেছনে বড় কারণ হচ্ছে এখনো অনেক গ্রুপের ভেন্যু নির্ধারণ করা যায়নি। তাছাড়া এশিয়ার অনেক দেশে এখনো আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা কাটেনি এসব জটিলতায় টুর্নামেন্ট পেছানোর সম্ভাবনা বেশি। যাক টুর্নামেন্ট শুরু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও বসুন্ধরা কিংস বসে নেই। ফুটবলারদের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে। কোচ চলে আসায় সেপ্টেম্বর থেকেই ক্যাম্প শুরুর পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনার বারকোস বসুন্ধরার হয়ে উদ্বোধনী ম্যাচে অংশ নেন। বাকি ম্যাচেও থাকছেন। দলের শক্তি বাড়াতে দুই ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথ ফার্নান্দেজ ও রবসন অ্যাজভেদো রবিনহোকে নিশ্চিত করেছে। এশিয়ান কোটায় কোন দেশ থেকে ফুটবলার আসবে সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অভিষেক আসরেই সাফল্য পেতে চেষ্টার কোনো ঘাটতি রাখছে না কিংস সভাপতি ইমরুল হাসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর