রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অ্যান্ডারসনের রেকর্ডে কৃতিত্ব তার একার

কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

অ্যান্ডারসনের রেকর্ডে কৃতিত্ব তার একার

যে কোনো রেকর্ডেই সবচেয়ে বড় ভূমিকা থাকে দলের। সতীর্থদের অবদানও কম নয়। সম্প্রতি প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি তারকা কুমার সাঙ্গাকারা মনে করেন, অ্যান্ডারসনের রেকর্ড কেবল তাই। এখানে অন্যদের অবদান খুবই একটা নেই।

ক্রিকেটে সাধারণত পেসারদের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয় না। সেখানে ৩৮ বছর বয়সেও দাপুটে বোলিং করছেন। তাও আবার টেস্টের মতো দীর্ঘ পরিসরের ক্রিকেটে। অ্যান্ডারসনের প্রশংসা করতে গিয়ে এমসিসি-র (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) প্রেসিডেন্ট সাঙ্গাকারা বলেছেন, ‘জিমি এখনো যেভাবে তার ফিটনেস ধরে রেখেছেন তা অবিশ্বাস্য। তার এই অর্জন অসাধারণ। শুধু ৬০০ উইকেট পেয়েছে বলেই নয়, দলের প্রতি তার কমিটমেন্ট ও চেষ্টার জন্য প্রশংসা পেতে পারেন তিনি।’

এমসিসির ২৩৩ বছরের ইতিহাসে সাঙ্গাকারাই প্রথম ইংল্যান্ডের বাইরের থেকে প্রেসিডেন্ট হয়েছেন। তিনি ১ বছরের জন্য দায়িত্ব পেলেও করোনা পরিস্থিতির কারণে তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাঙ্গাকারা বলেন, ‘করোনার কারণে দায়িত্বের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

সর্বশেষ খবর