মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ম্যাকমিলানের প্রথম লক্ষ্য টাইগারদের সঙ্গে ভালো সম্পর্ক

ক্রীড়া ডেস্ক

ম্যাকমিলানের প্রথম লক্ষ্য টাইগারদের সঙ্গে ভালো সম্পর্ক

টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গোর প্রস্তাব পেয়ে শুরুতে বিস্মিত হয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। যেহেতু কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না, তাই দ্বিধা করেননি টাইগারদের দায়িত্ব নিতে। বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ম্যাকমিলানকে অবশ্য এখনই পূর্ণ মেয়াদে দায়িত্ব দেয়নি বিসিবি। শ্রীলঙ্কা সফরের জন্য খ-কালীন দায়িত্ব দেওয়া হয় ২০১৫ ও ২০১৯ সালের দুই দুটি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ম্যাকমিলানকে। গতকাল ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, তিনি ক্রিকেটারদের টেকনিকে পরিবর্তী আনার চেয়ে সম্পর্কোন্নয়নে জোর দিবেন। 

‘আমি চাই দলের পরিকল্পনায় অংশ নিয়ে সাফল্যকে ত্বরান্বিত করতে। সবার আগে আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কোন্নয়ন।’

৪৪ বছর বয়স্ক ম্যাকমিলান ক্যারিয়ারে ৫৫ টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৮ টি-২০ খেলা ম্যাকমিলানের কোচিং ক্যারিয়ার ভীষণ উজ্জ্বল। তিনি ব্যাটিং কোচ থাকাকালীন নিউজিল্যান্ড দুবার বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপের পরপরই দায়িত্ব ছেড়ে দেন। এরপর তিনি কাজ শূন্য ছিলেন। তখনই তিনি প্রস্তাব পেয়ে সম্মত হন মুমিনুলদের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে। তিনি সরাসরি শ্রীলঙ্কায় টাইগারদের সঙ্গে যোগ দিবেন। দ্বীপরাষ্ট্র সফরে বাংলাদেশ তিনটি টেস্ট খেলবে। এই সময়ে ক্রিকেটারদের টেকনিক নিয়ে কাজ করার চেয়ে সম্পর্কোন্নয়নে দিকেই মনোযোগী হবেন বলেন ম্যাকমিলান, ‘বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে আমি চিনি ও জানি। এখনই তাদের টেকনিক নিয়ে কাজ করতে চাইছি না। আমি চাই দলের পরিকল্পনায় অংশ নিয়ে সাফল্যকে ত্বরান্বিত করতে। সবার আগে আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কোন্নয়ন।’

 

সর্বশেষ খবর