মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আত্মবিশ্বাসী লিটন

ক্রীড়া প্রতিবেদক

আত্মবিশ্বাসী লিটন

করোনাভাইরাসে খেলা বন্ধ হওয়ার আগে ব্যাটিং ছন্দে ছিলেন লিটন দাস। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি এবং টি-২০ সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু করোনায় খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরবন্দী হয়ে পড়েন লিটন। ছন্দ হারিয়েছেন কিনা, বলা যাচ্ছে না। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো খেলতে মনোযোগী হয়েছেন অনুশীলনে। সফরে ভালো খেলবেন বলে আত্মবিশ্বাস রয়েছে ডান হাতি আগ্রাসী ব্যাটসম্যানের।

দীর্ঘ বিরতির পর অপরাপর ক্রিকেটারদের সঙ্গে মিরপুরে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করছেন। গতকাল মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে আশার কথা শোনান লিটন, ‘ দীর্ঘ বিরতির জন্য সবাই একটু পিছিয়ে থাকবে। তবে আগে যে সিরিজ খেলেছি, সেটির আত্মবিশ্বাস আছে। তাই বলে অতিরিক্ত নয়। মনে রাখার চেষ্টা করছি, প্রতিটি ম্যাচই অতি গুরুত্বপূর্ণ। আউট হওয়ার জন্য একটি বলই যথেষ্ট। ম্যাচে প্রতিটি বলই মনোযোগ দিয়ে খেলতে হয়।’ তিন টেস্ট ম্যাচ সিরিজ বাংলাদেশ ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে। প্রথম টেস্ট খেলবে ২৩ অক্টোবর। সিরিজ খেলার আগে লিটন অনুশীলনে মনোযোগ দিয়েছেন শতভাগ, ‘শতভাগ মনোযোগ দিয়ে অনুশীলনের চেষ্টা করছি। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে সিরিজ শেষ করেছিলাম, চেষ্টা করছি সেই মনোযোগ নিয়ে আবার চেষ্টা করতে। যদি নিজের চ্যালেঞ্জটা নিতে পারি, তাহলে সিরিজে ভালো করা সম্ভব।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর