মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সিনসিনাত্তি মাস্টার্সে শিরোপা জিতলেন আজারেঙ্কা ও জকোভিচ

ক্রীড়া ডেস্ক

সিনসিনাত্তি মাস্টার্সে শিরোপা জিতলেন আজারেঙ্কা ও জকোভিচ

ভিক্টোরিয়া আজারেঙ্কা

সিনসিনাত্তি মাস্টার্সে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ফাইনালে তিনি কানাডার মিলোস রাউনিচকে ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার সিনসিনাত্তি মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। এর আগে ২০১৮ সালে রজার ফেদেরারকে হারিয়ে প্রথমবার এ টুর্নামেন্ট জয় করেছিলেন তিনি। সিনসিনাত্তি মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েই ইউএস ওপেনের লড়াইয়ে নেমেছেন জকোভিচ। গতকাল রাতে শুরু হওয়া এ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ বসনিয়ার দামির জুমহুর। এদিকে সিনসিনাত্তি মাস্টার্সে মেয়েদের এককে ফাইনালে ওঠেও খেলতে পারলেন না জাপানি তরুণী নাওমি ওসাকা। ফাইনালে তিনি ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই সুযোগে চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের মেয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কা।

সিনসিনাত্তি মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েই ইউএস ওপেনের লড়াইয়ে নেমেছেন জকোভিচ। গতকাল রাতে শুরু হওয়া এ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ বসনিয়ার দামির জুমহুর

এই নিয়ে দ্বিতীয়বার সিনসিনাত্তি মাস্টার্সে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে ২০১৩ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। এবার তারকাহীন ইউএস ওপেনেও ফেবারিট হিসেবেই খেলবেন আজারেঙ্কা। এ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে মেয়েদের এককে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা ছয় জনই অনুপস্থিত!

 

সর্বশেষ খবর